জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় বালকদের ব্যাডমিন্টন ও বালিকাদের ভলিবল প্রতিযোগিতা (অনুর্ধ্ব-১৬) অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রতিযোগিদের মাঝে জার্সি বিতরণ করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে নারায়ণগঞ্জ জেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে ।

রবিবার (২২ জুন) দুুপুরে নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, (অঃ দাঃ) নারায়ণগঞ্জ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ মো.

আলমগীর হুসাইন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, অধ্যক্ষ, নারায়ণঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ, নাজমুন্নাহার খানম, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ। এছাড়াও শিক্ষক ও স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দরা।

বালকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৌশল ও মেধার প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। অন্যদিকে, বালিকাদের ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অংশগ্রহণকারী দলসমূহ ক্রীড়া মুখী মানষিকতা ও শারীরিক সক্ষমতার পরিচয় দেয় । 

এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী ও স্বাস্থ্যসচেতন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্ত করেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ব তরণ

এছাড়াও পড়ুন:

পূজায় নিরাপত্তার ঝুঁকি নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরো বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎবসমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।”

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

আরো পড়ুন:

কিশোরগঞ্জে কালীবাড়ী প্রাঙ্গণে মহালয়ার অনাড়ম্বর আয়োজন

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে বিএনপির পাহারা থাকবে: দুলু

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবছর প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি সাতজন করে ভলেন্টিয়ার নিয়োগ দেবে। আনসার সদস্য থাকবেন আটজন করে। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।” 

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবির কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবির কুমার সাহাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • মডেল গ্রুপের মাসুদুজ্জমানের বিএনপিতে যোগদান
  • পূজায় নিরাপত্তার ঝুঁকি নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রামে তরুণদের কাজের সুযোগ
  • ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে চালাতে হবে সাইকেল
  • প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে এটিইও’র ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪
  • এটিইও’র বাছাই পরীক্ষার ফলাফণ প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪
  • ৭৮ শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট: জরিপ
  • আল্লাহর ৯৯ নাম ও তার ফজিলত
  • বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের যৌথ অনুশীলন সমাপ্ত
  • বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া সমাপ্ত