গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নেতারা রোববার বিকেলে ‘ঐক্য সমাবেশ’ করেছেন। এতে কেন্দ্রীয় তিন নেতাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকলেও জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে দেখা যায়নি। এমনকি তাঁর অনুসারী ও সদ্য ঘোষিত দুটি আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতা যোগ দেননি।

রোববার বিকেলে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করতে এ ঐক্য সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম। সমাবেশে নেতা-কর্মীদের দেওয়া বক্তব্যে নতুন কমিটি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করা হয়।

দলীয় নেতা-কর্মীরা জানান, গত ২০ মে জেলা বিএনপির অধীন আটটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর জেলা ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে আলাদা আলাদা সভার আয়োজন করা হয়। সে সভা শেষে ১৪ জুন ৪১ সদস্যের আটটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সব কমিটি স্থানীয় নেতা-কর্মীরা মেনে নিলেও কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে সমালোচনা তৈরি হয়। দুটি কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর অনুসারীদের। ১৬ জুন নতুন কমিটি আনন্দমিছিল করলেও একই দিনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী কমিটি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর পুলিশ পারভেজ আহমেদকে গ্রেপ্তার করে এবং একই দিন তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর উপজেলা বিএনপিতে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হয়।

ওই ঘটনার পর আজ বিকেলে ঐক্য সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মুজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.

সাইজুদ্দিন আহাম্মেদ প্রমুখ।

কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার বলেন, ‘আজকে আমাদের সমাবেশ না। আমাদের বিপক্ষে ওরা সমাবেশ করছে। তারা কমিটি মানে না। তাই আমাদের বাদ দিয়ে সমাবেশ করেছে। তারা ঐক্য সমাবেশ নাম দিয়েছে। কিন্তু আমরা ঐক্যের বাইরে। আমাদের আহ্বায়ক কমিটির কেউ সেখানে যায়নি।’

কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার বলেন, ‘তারা আমাদের নতুন কমিটির বিপক্ষে একত্র হয়ে সমাবেশ করছে। এ জন্য আমরা জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর লোকেরা যাইনি। আজকে আমাদের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।’

জানতে চাইলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘ঐক্য সমাবেশে আমরা কেউ নেই। আপনারা জানেন, উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। কমিটির অনেকে আশা অনুযায়ী পদ পায়নি। বিএনপি তো অনেক বড় দল। একটা পদ তো দুজনকে দিতে পারবেন না। তবে সবার সঙ্গে আলোচনা করেই কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে উনিশ-বিশ হবেই। অনেকেই পদ পায়নি, এ জন্য হয়তো ঐক্য সমাবেশ করেছে তারা। তবে যখন পূর্ণাঙ্গ কমিটি হবে, সবাইকে রাখা হবে। দলকে শক্তিশালী করতে যা করা দরকার, সবই করা হবে।’

ঐক্য সমাবেশের আয়োজক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান প্রথম আলোকে বলেন, ‘তাঁর (চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী) কর্মকাণ্ড একটু বিতর্ক। তিনি নিজেই বিচ্ছিন্ন হয়ে গেছেন। যার কারণে তাঁকে আমরা ডাকিনি। তাঁর সংশোধন হওয়ার প্রয়োজন আছে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, আজকের আয়োজন বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান উপলক্ষে। সেখানে গিয়ে দেখেছেন, প্রায় ৫০ হাজারের মতো নেতা-কর্মী সমবেত হয়েছেন। তাঁদের অনেক ক্ষোভ। নেতা-কর্মীদের ক্ষোভের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতা ও তারেক রহমানের সঙ্গে আলোচনা করে কমিটি নিয়ে আলোচনা করে পুনর্মূল্যায়ন করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইশর ক আহম দ স দ দ ক ব এনপ র ক ন দ র য় ব এনপ র সদস য প র ব এনপ র সদস যসচ ব ব এনপ র স ন ব এনপ র কম ট র স র উপজ ল আম দ র

এছাড়াও পড়ুন:

আসছে লঘুচাপ, থাকবে ভারী বৃষ্টি 

বঙ্গোপসাগর একটি  লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার দু’এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সাতক্ষীরায় ২৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ