দিয়োগো জোতার মৃত্যু শোক থেকে যেন বেরোতেই পারছে না ফুটবল বিশ্ব। বিশ্বের নানা প্রান্তে ফুটবলাররা মাঠে নেমে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ডকে। এবার জোতাকে স্মরণ করলেন তাঁরই সাবেক সতীর্থ রাউল হিমেনেজ।

আর জোতাকে স্মরণ করার দিনে মেক্সিকোকে কনক্যাকাফ গোল্ড কাপের শিরোপা জেতাতেও বড় অবদান রেখেছেন হিমেনেজ। বাংলাদেশ সময় আজ সকালে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ফাইনালে লড়াইয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিস রিচার্ডসের গোলে পিছিয়ে পড়া মেক্সিকোকে দারুণ গোলে সমতায় ফেরান হিমেনেজ। পরে জয়সূচক গোলটি করেন এদসন আলভারেজ।

হিমেনেজ ও জোতা সতীর্থ হিসেবে একসঙ্গে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাব উলভারহ্যাম্পটনে। হিমেনেজ ২০১৮–১৯ মৌসুমে ধারে খেললেও পরে ক্লাবটির সঙ্গে স্থায়ী চুক্তি করেন। ২০২৩ সালে ফুলহামে যোগ দেওয়ার আগপর্যন্ত তিনি উলভসেই ছিলেন।

আরও পড়ুনপ্রিয় জোতা, এভাবে চলে যেতে নেই০৩ জুলাই ২০২৫

জোতাও শুরুতে ধারে এসে পরে স্থায়ী হন উলভারহ্যাম্পটনে। লিভারপুলে যাওয়ার আগে ২০১৮–২০২০ পর্যন্ত উলভসে খেলেছেন তিনি। সেখানে আক্রমণভাগে জুটি বেঁধে খেলার সময় দুজনের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠে। আজ সেই বন্ধুত্বকেই যেন মাঠে ফিরিয়ে আনলেন হিমেনেজ।

জোতা ও হিমেনেজ যখন সতীর্থ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ

‎পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও তা নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন না করায় সাত নিরীক্ষক (অডিটর) প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য অডিট এবং অ্যাসিউর‍্যান্স কার্যক্রমে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সেইসঙ্গে ওই নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষকদের কেন অযোগ্য ঘোষণা করা হবে না, সেই মর্মে ব্যাখ্যা তলব করে তাদের শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরো পড়ুন:

সোনালী পেপারের শেয়ার কারসাজি: ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা

‎গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক এ হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; রিংসাইন টেক্সটাইল লিমিটেডের ৩০ জুন, ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক যথাক্রমে: আহমেদ অ্যান্ড আক্তার, মাহফেল হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং এবং সিরাজ খান বসাক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস এবং ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন, ২০১৮ ও ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক মাহফেল হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও সিকিউরিটিজ আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন করেনি। 

এ সকল নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষককে পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল কোম্পানি, সকল ধরনের বিনিয়োগ স্কিম (যথা- মিউচ্যুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) এবং পুঁজিবাজারে মধ্যস্থতাকারী সকল প্রতিষ্ঠানের অডিট ও অ্যাসিউর‍্যান্স কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা তথা পাঁচ বছরের জন্য অডিট ও অ্যাসিউর‍্যান্স কার্যক্রমে অংশগ্রহণে কেন অযোগ্য ঘোষণা করা হবে না এই মর্মে ব্যাখ্যা তলব করে শুনানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‎ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর