ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সহায়ক হবে তিনি বিশ্বাস করেন। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আজ সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৈঠক হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এ সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

কাতারের দোহায় গতকাল রোববার শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিয়েছেন ইসরায়েলি আলোচকেরা। এরই মধ্যে ইসরায়েল যেসব শর্ত মেনে নিয়েছে, সেগুলোর আলোকে একটি যুদ্ধবিরতি চুক্তি করার বিষয়ে আলোচকদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল ওয়াশিংটনের উদ্দেশে উড়াল দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে নেতানিয়াহু এ কথা জানান।

আরও পড়ুনহামাস গাজার ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে: শীর্ষ কর্মকর্তা৬ ঘণ্টা আগে

নেতানিয়াহু বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা এসব ফলাফলকে এগিয়ে নিতে সহায়ক হবে।’ সেই সঙ্গে গাজায় থাকা জিম্মিদের ফিরিয়ে আনা নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে আসা ঝুঁকি মোকাবিলায় তাঁর সংকল্প পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসেন। এর পর থেকে গত প্রায় ছয় মাসের মধ্যে তৃতীয়বারের মতো ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন নেতানিয়াহু।

ট্রাম্পের প্রত্যাশা, এ সপ্তাহে একটি জিম্মি প্রত্যাবর্তন ও যুদ্ধবিরতি চুক্তি সই করা সম্ভব হবে। এ চুক্তির আলোকে গাজায় জিম্মি থাকা ‘অল্প কয়েকজনকে’ মুক্ত করে আনা সম্ভব হবে।

নিউ জার্সিতে সপ্তাহান্তে গলফ খেলা শেষে ওয়াশিংটনে ফেরার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, এ সপ্তাহে হামাসের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার ভালো সুযোগ রয়েছে।’

আরও পড়ুন হামাসের শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠাচ্ছেন নেতানিয়াহু ০৫ জুলাই ২০২৫

যদিও গাজায় যুদ্ধের লাগাম টানতে ও একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে নেতানিয়াহুর ওপর শক্ত চাপ রয়েছে। তবে ঠিক উল্টো অবস্থান নিয়েছেন দেশের ডানপন্থী জোটের বেশ কিছু কট্টরপন্থী নেতা। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারের মতো কয়েকজন রাজনীতিক যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন।

হামাসের পক্ষ থেকে গত শুক্রবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় ‘ইতিবাচক মনোভাব’ দেখিয়েছে সংগঠনটি। এর কয়েক দিন আগে ট্রাম্প জানিয়েছিলেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার জন্য ‘প্রয়োজনীয় শর্তাবলি’ মেনে নিতে রাজি আছে ইসরায়েল।

নেতানিয়াহু বারবার বলে এসেছেন, হামাসকে অবশ্যই নিরস্ত্র করা হবে। ইসরায়েলের এ দাবি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন হামাসের আলোচকেরা।

নেতানিয়াহু আরও আশা প্রকাশ করেছেন, গত মাসে ১২ দিন ধরে চলা ইরানের সঙ্গে আকাশ যুদ্ধের পরিণতি নিয়ে কাজ করবেন তিনি ও ট্রাম্প। সেই সঙ্গে তেহরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার চেষ্টা করবেন তিনি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ‘শান্তির বৃত্তকে’ আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।

আরও পড়ুনআগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: ট্রাম্প০৫ জুলাই ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ