কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পর এক ইউপি সদস্যের বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মনখালীর খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত কামাল হোসেনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে দুর্জয় সরকার বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন ইউপি সদস্য কামাল হোসেন। আজ দুপুরে মনখালী খালে বস্তাভর্তি কিছু দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্বজনেরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য মরদ হ

এছাড়াও পড়ুন:

আইফোনে ভিডিও কল আরও নিরাপদ করতে অ্যাপলের নতুন উদ্যোগ

আইফোন ব্যবহারকারীদের ভিডিও কলকে আরও নিরাপদ করতে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল। বর্তমানে আইওএস ২৬ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণে সুবিধাটির কার্যকারিতা পরখ করছে প্রতিষ্ঠানটি। সুবিধাটি চালু হলে ফেসটাইম অডিও-ভিডিও কলিং অ্যাপে কেউ অনুপযুক্ত বা অশালীন আচরণ করলে পর্দায় চালু থাকা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে কিশোর–কিশোরীদের পাশাপাশি নারীরা ভিডিও কলে কথা বলার সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হবেন না।

অ্যাপলের তথ্যমতে, নতুন সুবিধাটি মূলত ফেসটাইম অ্যাপে ভিডিও কল পর্যবেক্ষণ করবে। এর ফলে ভিডিও কল চলাকালে কেউ পোশাক খোলার চেষ্টা করলে বা আপত্তিকর আচরণ করলে তাঁর ভিডিও তাৎক্ষণিকভাবে বন্ধ করে পর্দায় একটি সতর্কবার্তা দেখানো হবে। এতে লেখা থাকবে, ‘আপনি হয়তো কিছু সংবেদনশীল কনটেন্ট দেখাচ্ছেন। অডিও ও ভিডিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’ সতর্কবার্তা প্রদর্শনের পর ব্যবহারকারীরা চাইলে ভিডিও কল চালিয়ে যেতে পারবেন, আবার চাইলে কলটি শেষ করার সিদ্ধান্ত নিতে পারবেন।

নতুন এ সুবিধা আইফোনে স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। ব্যবহারকারী চাইলে সেটিংসে গিয়ে সতর্কবার্তা আসার পর কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা নির্ধারণ করতে পারবেন। অ্যাপল জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে অন ডিভাইস মেশিন লার্নিংয়ের মাধ্যমে। অর্থাৎ ভিডিও কলের কোনো তথ্য আইফোনের বাইরে যাবে না, যা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুবিধাটি বর্তমানে আইওএস ২৬–এর বেটা সংস্করণে সীমিত পরিসরে চালু রয়েছে। এ মাসের শেষ নাগাদ সুবিধাটির পাবলিক বেটা সংস্করণ উন্মুক্ত করা হবে। এরপর আইওএস ২৬–এর চূড়ান্ত সংস্করণে যুক্ত করা হতে পারে।

সূত্র: টেকলুসিভ

সম্পর্কিত নিবন্ধ