জেল থেকে লেখা আলাউদ্দিন আল আজাদের একটি চিঠি
Published: 8th, July 2025 GMT
ভূমিকা
এ ভূখণ্ডে পঞ্চাশের দশকে কথাসাহিত্য যাঁদের হাত ধরে সমৃদ্ধ হয়েছিল, আলাউদ্দিন আল আজাদ তাঁদের একজন। তিনি প্রধানত মানবতাবাদী ও প্রগতিশীল ভাবধারায় সাহিত্যচর্চা করে গেছেন। ১৯৬০ সালে ‘তেইশ নম্বর তৈলচিত্র’ এবং ১৯৬২ সালে ‘ক্ষুধা ও আশা’ উপন্যাস দুটির প্রকাশের মধ্য দিয়ে হয়েছিলেন তুমুল আলোচিত। এছাড়া অসংখ্য গল্প, কবিতা, কাব্যনাট্য, প্রবন্ধের মধ্য দিয়ে আলাউদ্দিন আল আজাদ বাংলা সাহিত্যে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন। একই সঙ্গে তিনি ছিলেন শিক্ষাবিদ ও গবেষক। ১৯৩২ সালের ৬ মে নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে তাঁর জন্ম এবং ২০০৯ সালের ৩ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন।
‘ড.মুহম্মদ শহীদুল্লাহ: অগ্রন্থিত চিঠিপত্র’ বইয়ের প্রচ্ছদ
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি
চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে (আগে নওগাঁর ডিসি হিসেবে পদায়নের আদেশ হয়েছিল) ফেনী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু সরকার থেকে তাঁকে সেখানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে। মানে, তিনি নওগাঁর ডিসি হিসেবেই থাকছেন।