পদ্মা ব্রহ্মপুত্র যমুনার পানি বাড়ছে, ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে
Published: 8th, July 2025 GMT
ভারী বৃষ্টির কারণে দেশের প্রধান নদ–নদীগুলোর পানি বাড়ছে। এই বৃষ্টির সঙ্গে আছে উজানের পানির প্রবাহ। বড় নদ–নদীগুলোর পানি বাড়লেও এখনো তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই থেকে পাঁচ দিন এসব নদীর পানি বাড়তে পারে। তবে তাতে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র। তবে মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় ফেনীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফেনীতে ২২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় দেশে এটি সর্বোচ্চ বৃষ্টি। ফেনী ছাড়াও আজ উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ মঙ্গলবার দুপুরে দেশের নদীগুলোর অবস্থা নিয়ে প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিন তা অব্যাহত থাকতে পারে, তবে এরপর তা কমে আসতে পারে।
গঙ্গা ও পদ্মা নদীর পানি বাড়ছে। এই বৃদ্ধি আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। এ সময়ে নদীগুলো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ছে। আগামী আরও এক দিন এসব নদীর পানি বাড়তে পারে, তবে দুই দিনের মধ্যে তা স্থিতিশীল অবস্থায় চলে আসতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজ প্রথম আলোকে বলেন, বড় নদ–নদীগুলোর পানি বাড়ছে। এর প্রধান কারণ দেশের মধ্যে ভারী বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় মুহুরী নদী ফেনী জেলায় সতর্কসীমায় (বিপৎসীমার কাছাকাছি) প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী পরের দুই দিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে ফেনীতে ৬ ঘণ্টায় ২২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার আছে বলে সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। আরও একদিন এ অবস্থা থাকতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলের নদ–নদীর পানি বাড়লেও উত্তর–পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি কমছে আর কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল অবস্থায় আছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সতর ক করণ ক ন দ র নদ র প ন নদ গ ল র উপক ল য় প রব হ অবস থ নদ নদ
এছাড়াও পড়ুন:
অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সাবেক ডিজি হামিদুলের নয়: দুদক
দুর্নীতির অনুসন্ধান চলমান থাকায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব সোমবার অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আজ মঙ্গলবার দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সংস্থাটির সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয়।
দুদক জানিয়েছে, ডিজিএফআইয়ের চারটি প্রাতিষ্ঠানিক হিসাব প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠান প্রধানের নামে হয়েছে। এ কারণে করণিক ত্রুটির কারণে ওই ব্যাংক হিসাবগুলো ব্যক্তিগত হিসেবে অবরুদ্ধ হয়েছে। এটি একটি তথ্যসূত্রগত ত্রুটি, যা সংশোধন করা হবে।
দুদক সোমবার লিখিতভাবে আদালতকে জানিয়েছিল, হামিদুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি তার ব্যাংক হিসাবের টাকা উত্তোলনের চেষ্টা করছেন। হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ চায় দুদক। দুদকের পক্ষে সহকারী পরিচালক নওশাদ আলী এ আবেদন করেন।
এর আগে গত ২১ এপ্রিল হামিদুল ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।