মহাকাশ নিয়ে মার্কিন ও পশ্চিমাদের আগ্রহ অনেক বেশি। জীবিত অবস্থায় মহাকাশে যেতে না পারলেও অনেকেই মৃত্যুর পর তাঁর দেহভস্মকে মহাকাশে পাঠাতে চান। মানুষের এই শেষ ইচ্ছা পূরণে কাজ করছে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক মহাকাশ সমাধি প্রতিষ্ঠান সেলেস্টিস। সম্প্রতি সেলেস্টিসের পাঠানো একটি স্পেস ক্যাপসুল মহাকাশে পাঠানোর পর বিধ্বস্ত হয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে। ১৬৬ জন মানুষের দেহভস্ম বহন করছিল মহাকাশযানটি।

সেলেস্টিসের তথ্যমতে, পৃথিবীর কক্ষপথে দুইবার সফলভাবে প্রদক্ষিণ করার পর স্পেস ক্যাপসুলটি বিধ্বস্ত হয়েছে। মিশন পসিবল প্রোগ্রামের অংশ হিসেবে গত ২৩ জুন দ্য এক্সপ্লোরেশন কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান নিক্স নামের ক্যাপসুলটি উৎক্ষেপণ করে। এর কার্গোতে ১৬৬ জনের দেহাবশেষ অন্তর্ভুক্ত ছিল।

এক বিবৃতিতে সেলেস্টিস জানিয়েছে, ক্যাপসুলটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। কক্ষপথে দেহভস্ম রাখার সময় ব্ল্যাকআউট হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলিন হুবি জানিয়েছেন, এটি প্রথম সেলেস্টিস মিশন, যেখানে দেহভস্ম কক্ষপথে রেখে ফিরে আসার জন্য ক্যাপসুলটির নকশা করা হয়েছিল। দুর্ঘটনার কারণে প্রশান্ত মহাসাগরে মৃত ব্যক্তিদের দেহভস্ম ছড়িয়ে পড়েছে।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনা, আহত ২৭ নারী পুলিশ সদস্য

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যের একটি দল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বহনকারী বাস একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশলাইনসের ভেতর এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, নগরের সাগরিকা এলাকায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যরা। তাঁদের বহনকারী বাস দামপাড়া পুলিশলাইনসের ভেতরে উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় আহত অনেক পুলিশ সদস্যকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরে রাখা হয়েছে। আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক প্রথম আলোকে বলেন, আহত ২৭ জনের মধ্যে ১৪ জন দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে দুজন এখনো চিকিৎসাধীন। ১২ জন চিকিৎসা শেষে পুলিশ হাসপাতালে চলে যান। সেখানে বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন, তবে আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই।

সম্পর্কিত নিবন্ধ

  • ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনা, আহত ২৭ নারী পুলিশ সদস্য