লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর বিরুদ্ধে বিক্ষোভ
Published: 8th, July 2025 GMT
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন ও উপসহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহক।
সোমবার (৭ জুলাই) সকালে জেলা শহরের ঝুমুর এলাকায় লক্ষ্মীপুর পিডিবি অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে ভুক্তভোগী গ্রাহকরা সমাবেশে অংশগ্রহণ করেন। এর আগে একই দাবিতে গত ৩ জুলাই সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প মালিক ও বিদ্যুৎ গ্রাহকগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আবুল কাশেমসহ ক্ষুব্ধ গ্রাহক।
বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের একনিষ্ঠ লোক নির্বাহী প্রকৌশলী মো.
বিক্ষোভকারীরা জানান, গত ২২ জুন হঠাৎ করেই লক্ষ্মীপুর পিডিবির দুই শতাধিক গ্রাহকের প্রিপেইড মিটার লক করে দেওয়া হয়। ঘুষ না দেওয়াতে এসব মিটার লক করা হয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
ভূক্তভোগীদের স্বাক্ষরিত লিখিত অভিযোগে পিডিবির নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীকে জড়িত করে তাদের বিরুদ্ধে ১৬টি অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে প্রিপেইড মিটারে নিয়মিত বিল পরিশোধের পরও ডিউ বিল করা, সরকারি মিটার ও ট্রান্সফর্মার ব্যবহারের নামে গ্রাহকের নিকট থেকে লাখ লাখ টাকা আদায়, এস.টি সংযোগের ভয় দেখিয়ে বাড়তি টাকা আদায়, সরকারি মালামাল বিক্রি, মিটার পরিবর্তন ও সংযোগের নামে অতিরিক্ত টাকা আদায়, সরকারি ফ্রি সেবার জায়গায় অতিরিক্ত অর্থ আদায়, অন্যান্য ঠিকাদারদের বঞ্চিত করে নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া ইত্যাদি৷
এর আগে অভিযুক্ত দুজনকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
অভিযুক্ত প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, ‘‘আমি ও আমার উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে উপদেষ্টা বরাবর যে অভিযোগ দেওয়া হয়েছে তার সাথে আমরা জড়িত নই।’’
জাহাঙ্গীর//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর লক ষ ম প র গ র হক সরক র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট