সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
Published: 8th, July 2025 GMT
৬ দফা দাবিতে সিলেটে ‘অনির্দিষ্টকাল কর্মবিরতির’ ডাক দিয়েছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে সিলেটে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশ্য বিকেলে তা স্থগিত ঘোষণা করা হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষার্থী, বিদেশযাত্রীদের সুবিধার্থে এবং পুলিশ ও প্রশাসনের অনুরোধে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
জানা যায়, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি এবং সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আহ্বানে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় পরিবহন শ্রমিকদের এই কর্মবিরতি। বিকেল ৩ টার দিকে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম কর্মবিরতি ‘আপাতত’ স্থগিতের ঘোষণা দেন।
ময়নুল ইসলাম বলেন, ‘‘৬ দফা দাবিতে আমরা কর্মবিরতি ঘোষণা দিয়েছিলাম। তবে আমাদের কেন্দ্রিয় সড়ক মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সিলেটের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্মবিরতি স্থগিতের সুপারিশ করছেন। এছাড়া প্রশাসন, বিশেষত সিলেট মহানগর পুলিশ কমিশনার তার প্রতিনিধি পাঠিয়ে অনুরোধ করেছেন এবং বিভাগীয় কমিশনার বিকেলে বৈঠক ডেকেছেন। তাই পরীক্ষার্থীসহ বিদেশযাত্রী ও সাধারণ যাত্রীদের সুবিধার্থে আমরা আপাতত আমাদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করলাম। বিভাগীয় কমিশনারের সাথে বৈঠকের পরে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো।’’
সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়াসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পাথরসংশ্লিষ্টরা। নিজেদের কিছু দাবি দাওয়া সংযুক্ত করে এই আন্দোলনে শরীক হন পরিবহন মালিক-শ্রমিকরাও। গত ২ জুন পাথরসংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠকে বসেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠক চালাকালীন শ্রমিক-মালিকদের একটি অংশ নিয়ে কোর্ট পয়েন্টে সমাবেশ করেন আরিফুল হক চৌধুরী। তিনি সমাবেশ থেকে জেলা প্রশাসককে প্রত্যাহার ও পাথর কোয়ারি খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে ৫ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।
এরপর সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকরা ৫ জুলাই থেকে পণ্য পরিবহন ধর্মঘট শুরু করেন। আর মঙ্গলবার থেকে সব ধরণের পরিবহন শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।
ঢাকা/নূর
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫