সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ছড়িয়ে পড়েছে ‘গুলবাহার’। মাস দুয়েক আগে প্রকাশিত হয়েছে গানটি। নানা বয়সী শ্রোতা–দর্শক ‘গুলবাহার’–এ মজেছেন।
গানটি লিখেছেন ও সুর করেছেন ঈশান মজুমদার। যৌথভাবে শুভেন্দু দাসের সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। গানটি প্রযোজনা ও সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস।

গত ১৭ মে গানটি প্রকাশিত হয়েছে। তবে সপ্তাহখানেক ধরে টিকটক, রিলসে গানটি ছড়িয়ে পড়েছে।

গানটি শুনে মুগ্ধতার কথা জানিয়েছেন শ্রোতারা। ফাতিন ফাইয়াজ নামের এক শ্রোতা ইউটিউবে লিখেছেন, ‘এই গানের প্রতিটা শব্দ যেন চোখের সামনে একটা গল্প এঁকে দেয়। গুলবাহার নামটার মধ্যেই যেন এক অদ্ভুত নস্টালজিয়া লুকিয়ে আছে। প্রেম, যন্ত্রণা আর ভালোবাসার মিশেলে এমনভাবে ফুটে উঠেছে, যা খুব কম গানে দেখা যায়। এককথায় মাস্টারপিস।’

শবনম আশা নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘পুরান ঢাকা থেকে লাল বাসে চড়ে বাসায় ফিরছি! পথেই পেয়ে গেলাম গুলবাহারকে! বহুদিন পর একটা অ্যাস্থেটিক গান শুনছি মনে হচ্ছে।’

গানের ভিডিও চিত্রে ‘গুলবাহার’ চরিত্রের অভিনেত্রীর মুখ দেখানো হয়নি। বিষয়টি নিয়ে হৃদয় নামের এক দর্শক লিখেছেন, ‘এই গানে “গুলবাহার”–এর চেহারা ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে, যেন প্রতিটি শ্রোতা গান শুনে নিজের কল্পনার গুলবাহারকে খুঁজে নেন। যাকে দেখা যায় না, কিন্তু অনুভবে যার উপস্থিতি ছড়িয়ে থাকে সুরজুড়ে!’

আরও পড়ুনসুরটা বেঁচে থাকুক২৩ নভেম্বর ২০২৩

এর আগে ‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’ গানে পরিচিতি পেয়েছেন ঈশান মজুমদার।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সুযোগ দেন, একদিন হয়তো তাঁরা ভালো খেলবে: মিরাজ

এই সিরিজ দিয়েই বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের। কিন্তু শুরুটা প্রত্যাশা পূরণ হলো না।

কলম্বোয় প্রথম দুই ওয়ানডেতে ১–১ সমতার পর পাল্লেকেলেতে আজ শেষ ওয়ানডে রূপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ।

আরও পড়ুনসর্বশেষ দুই বছরে তাসকিনই কি ওয়ানডেতে সবচেয়ে কিপটে পেসার২ ঘণ্টা আগে

তবু এই সিরিজ থেকে কি ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে আজ পুরস্কার বিতরণীতে মিরাজ বললেন, ‘আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।’

বাংলাদেশের ওয়ানডে দলে নতুন বলতে যদিও দুজন—পারভেজ হোসেন ও তানভীর ইসলামের অভিষেক হয়েছে এই সিরিজে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস এবং মিরাজ নিজেই খেলছেন এক দশকের বেশি সময় ধরে। তবে কেউই সেভাবে ধারাবাহিক হতে পারেননি।

তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ