আধিপত্যমুক্ত দেশ গড়তে আবরার আমাদের অনুপ্রেরণা জোগাবে: নাহিদ ইসলাম
Published: 8th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লিখতে গিয়ে ছাত্রলীগের নির্মম নির্যাতনে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। তিনি আমাদের অনুপ্রেরণা। এই কুষ্টিয়ার মাটি থেকে আমরা আগামীতে আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ার শপথ নিতে চাই।
মঙ্গলবার বেলা ৩টার দিকে কুষ্টিয়ার শাপলা চত্বরে এনসিপি আয়োজিত ৮ম দিনের পথসভায় তিনি এ কথা বলেন।
দলটির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমসহ আরও অনেকে।
দলটির আহ্বায়ক আরও বলেন, আগামীতে নতুন রাষ্ট্র গঠনে কুষ্টিয়াবাসীর সহযোগিতা চাই। আগামীতে কোনো রাজনৈতিক দল যাতে আধিপত্যবাদ কায়েম করতে না পারে সে জন্য আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।
এর আগে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নাহিদ বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ দেশের পক্ষে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল। পানির ন্যায্য হিসাবের পক্ষে বলেছিল। এতে ভারতের স্বার্থে আঘাত হানে। এ কারণে ছাত্রলীগের কর্মীরা তাকে নির্যাতন চালিয়ে হত্যা করে। সব হত্যার বিচার হবে এদেশের মাটিতে। এ সময় আবরারের বাবা-মা উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আবর র
এছাড়াও পড়ুন:
ঢাকা ওয়াইডব্লিউসিএ বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালে প্লে-গ্রুপে শিক্ষার্থী ভর্তি
ঢাকা ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালে প্লে-গ্রুপে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি ফরম বিতরণের শেষ তারিখ ৩০ অক্টোবর।
আবেদনপত্র জমা ও সাক্ষাৎকার—১৫ নভেম্বর ২০২৫ শনিবার:
মেয়েশিক্ষার্থী: প্রভাতি ও দিবা শাখা
সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা।
সাক্ষাৎকারের সময় অবশ্যই শিক্ষার্থীর সঙ্গে মা–বাবাকে উপস্থিত থাকতে হবে।
১৫ নভেম্বর ২০২৫ শনিবার:
ছেলেশিক্ষার্থী: প্রভাতি ও দিবা শাখা
সময়: বেলা ২টা থেকে বিকাল ৪টা।
সাক্ষাৎকারের সময় অবশ্যই শিক্ষার্থীর সঙ্গে মা–বাবাকে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন২০২৬ সালে ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ নভেম্বর২ ঘণ্টা আগেপ্লে-গ্রুপের সময়সূচি—- প্রথম শিফট (প্রভাতি শাখা)
সময়: সকাল ৮টা থেকে ১০টা,
স্কুলের গেটে প্রবেশ: স্কুলের গেটে প্রবেশ সকাল ৭:৪৫টা।
- দ্বিতীয় শিফট (প্রভাতি শাখা)
সময়: সকাল ১০.৪৫ মিনিট থেকে ১২.৪৫ মিনিট,
স্কুলের গেটে প্রবেশ: স্কুলের গেটে প্রবেশ সকাল ১০.৩০টা।
ঢাকা ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালে প্লে-গ্রুপে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে