হাসপাতালে নেওয়ার নৌকা পেতে ১০ ঘণ্টা, নৌকাতেই মারা গেল অসুস্থ কিশোর
Published: 8th, July 2025 GMT
চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার ১২ বছরের এক কিশোর এক সপ্তাহ ধরে ভুগছিল জ্বরসহ শারীরিক নানা জটিলতায়। উপজেলায় আর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না, তাই তাকে নগরের হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসক। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় মিলছিল না নৌযান। ওই কিশোরকে নিয়ে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত নৌযানের আশায় ঘাটে অপেক্ষা করেন পরিবারের সদস্যরা। অবশেষে সাগরের সন্দ্বীপ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য মেলে ছোট একটি নৌকা। সেই নৌকাতেই মৃত্যু হয় ওই কিশোরের।
মারা যাওয়া কিশোরের নাম আবদুর রহমান। সে উপজেলার কালাপানিয়া ইউনিয়নের মো.
আবদুর রহমানের ফুফাতো ভাই এ আর সোহেল প্রথম আলোকে জানান, অসুস্থ হয়ে পড়ার পর শুরুতে আবদুর রহমানকে সন্দ্বীপের বেসরকারি স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকালে তাকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। তবে সেখানে চিকিৎসক আবদুর রহমানকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।
এ আর সোহেল বলেন, ‘সোমবার দুপুর ১২টার পর থেকে আমরা ঘাটে বোটের অপেক্ষায় ছিলাম। বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ সময় কোনো বোট পাইনি। এ সময়ের মধ্যে আবদুর রহমানের অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে রাত ১০টা নাগাদ আমরা একটি লাল বোটের (উপকূলে যাত্রী নামানোর ছোট নৌকা) ব্যবস্থা করতে সক্ষম হই। ঝুঁকি নিয়ে সেটিতেই সীতাকুণ্ডের উদ্দেশে রওনা দিতে হয়েছে।’
সন্দ্বীপের সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা না থাকায় দুর্যোগের মধ্যে ছোট নৌকায় সাগরের সন্দ্বীপ চ্যানেল পাড়ি দেওয়ার ঝুঁকি নিতে হয়েছে বলে জানান আবদুর রহমানের আরেক ফুফাতো ভাই ইকরাম হোসেন। তিনি বলেন, ‘উত্তাল সমুদ্রে আমাদের বোট উল্টে যাওয়ার মতো অবস্থা, সে সময় আমরা টের পাই আবদুর রহমান আর বেঁচে নেই। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ঢেউয়ের প্রচণ্ড গর্জনেও আমরা হাল ছাড়িনি। নিজেদের মনকে সান্ত্বনা দিতে আবদুর রহমানকে সীতাকুণ্ডের একটি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানান, আগেই আবদুর রহমানের প্রাণ চলে গেছে’।
আবদুর রহমানদের প্রতিবেশী মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘জরুরি মুহূর্তে রোগী পারাপারের ক্ষেত্রে এই ধরনের চিত্র এবারই প্রথম নয়। প্রায়শই এমন ভোগান্তি আর করুণ পরিণতির মুখে পড়ে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। দ্বীপ উপজেলা সন্দ্বীপের সরকারি স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় চিকিৎসক, লোকবল ও সরঞ্জামের ব্যবস্থা করে এমন দুর্ভোগ ঠেকানোর উদ্যোগ নেওয়া জরুরি।’
জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘১২ বছরের ওই কিশোরের মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এমন ক্ষেত্রে চিকিৎসা নিশ্চিত করতে হলে একজন উপজেলা সার্জনের প্রয়োজন রয়েছে, কিন্তু এই ধরনের পোস্ট আমাদের নেই। তবে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েই তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ র রহম ন র দ ব প উপজ ল চ ক ৎসক প রথম
এছাড়াও পড়ুন:
ওয়েবসাইটের তথ্য জালিয়াতি প্রতারণার ফাঁদে ৭০০ শিক্ষক
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে অবৈধভাবে ভার্চুয়াল অনুপ্রবেশ ঘটিয়ে তথ্য জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেটের ১০ থেকে ১২ জনসহ দেশব্যাপী প্রায় ৭০০ শিক্ষক প্রতারণার স্বীকার হয়েছেন। এ নিয়ে চলছে তোলপাড়।
জালিয়াতিতে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়েছেন আরবি প্রভাষক ও লাইব্রেরিয়ান পদের শিক্ষকরা। উত্তীর্ণ শিক্ষকদের তথ্য দিয়ে প্রতারকরা হ্যাকিংয়ের মাধ্যমে আবেদন করে টাকাও জমা দিয়ে ফেলেছে। এ অবস্থায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আবেদন করতে পারছেন না। আবেদন করার চেষ্টায় সংশ্লিষ্ট সাইটে প্রবেশই করতে পারছেন না তারা।
আগামীকাল বৃহস্পতিবার আবেদনের শেষ তারিখ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন দেশের প্রায় ৭০০ শিক্ষক। এদিকে জালিয়াতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করাসহ বঞ্চিতদের পুনরায় আবেদনের দাবি জানিয়েছেন শিক্ষকরা। বিষয়টি সম্পর্কে জানার পর তদন্ত শুরু করেছে এনটিআরসিএ। সূত্রের তথ্য মতে, সোমবার বগুড়া থেকে প্রতারণায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসিএর সহকারী পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান-৩) মাইনুল ইসলাম। ওই ব্যক্তি লাইব্রেরিয়ান পদে বিভিন্নজনের কাছ থেকে সুবিধা নিয়ে জালিয়াতি করেন। বিষয়ভিত্তিক সবাই জানে কতটি পদ রয়েছে। যে বা যারা ভুয়া আবেদন করেছে, তাদের বিষয়ে তদন্ত চলছে।
জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয় ৪ জুন। যারা উত্তীর্ণ তথা চাকরির সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের চূড়ান্তভাবে প্রতিষ্ঠান পছন্দ করে আবেদন দাখিলের জন্য ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ২২ জুন থেকে আবেদন শুরু করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। নিয়ম অনুযায়ী উত্তীর্ণ শিক্ষক তাদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগইন করে আবেদন জমা দেওয়ার কথা। সেটি করতে গিয়ে শত শত শিক্ষক ব্যর্থ হন। সে সময় ভার্চুয়াল জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে।
যাদের রোল, জন্ম তারিখ ও ব্যাচ ব্যবহার করা হয়েছে তাদের অধিকাংশ সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত। এর মধ্যে একজন কুমিল্লার লাকসামের প্রভাষক রহমত আলী। তিনি ৯৫ মার্কস পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি সমকালকে জানান, তাঁর তথ্য দিয়ে অন্য একজন আবেদন করেছেন। যার সঙ্গে তাঁর ছবি, নাম ও স্বাক্ষরের মিল নেই। তাঁর মতো সাত শতাধিক শিক্ষক রয়েছেন।
এ বিষয়ে হবিগঞ্জের রাফি উদ্দিন, সিলেটের আব্দুর রাজ্জাক, আবুল কাশেমসহ একাধিক শিক্ষক এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। তারা আবেদনে উল্লেখ করেন, চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গণবিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারছেন না। হ্যাকার চক্র তাদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে আবেদন সাবমিট করে রেখেছে। এ বিষয়ে এনটিসিআরসিএর আরেক সহকারী পরিচালক এসএম আতিয়ার রহমান (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) সমকালকে জানান, বিষয়টি তারা জেনেছেন। শিক্ষকদের আবার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।