আইপিও ৬ মাসে শেষ করা হবে : ডিএসই চেয়ারম্যান
Published: 8th, July 2025 GMT
আগামীতে ছয় মাসের কম সময়ের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন, ‘‘বাজারে দীর্ঘদিন ধরে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে সমালোচনা আছে। আমরা আইপিও প্রক্রিয়া ডিজিটালাইজড করতে কাজ করছি। আশা করছি, আগামীতে আইপিও প্রক্রিয়া শেষ হতে কম সময় লাগবে।’’
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণ : টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড.
আরো পড়ুন:
পুঁজিবাজারের উন্নয়নে যৌথ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিএসইসি
শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য মনোনয়নে বিএসইসির কমিটি
তবে জরুরি কাজে অনুষ্ঠান শুরু হওয়ার আগে চলে যান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
ডিএসই চেয়ারম্যান বলেন, ‘‘বিএসইসি লিস্টিংয়ের কাজ স্টক এক্সচেঞ্জের কাছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে আইপিও প্রক্রিয়া দীর্ঘায়িত করার সমস্যার সমাধান করা হবে। গত এক বছরে কোনো আইপিও আসেনি। নতুন নতুন আইপিও আনা বিএসইসির কাজ না। এ দায়িত্ব মার্চেন্ট ব্যাংকারদের। আমাদের অবশ্যই আনেক সমস্যা রয়েছে। ওই সব সমস্যা থাকার মধ্যেও আমাদের পুঁজিবাজারে স্কয়ার, এসিআই, অ্যাপেক্স, গ্রমীণফোন, রবি, ওয়ালটন এসেছে। তাহলে এখন কেন আইপিও আসছে না?’’
তিনি আরো বলেন, ‘‘গত ১৫ বছরে ৬৬টি মার্চেন্ট ব্যাংক ১৩৮ কোম্পানি আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে এনেছে। অর্থাৎ ৬৬টি মার্চেন্ট ব্যাংক গড়ে ২টি করে কোম্পানির আইপিও এনেছে। আর সাড়ে ৭ বছরে ১টি করে আইপিও এসেছে। আমাদের ৪৮০ বিলিয়ন ডলারের ইকোনমি। তাহলে আমাদের পারফরমেন্সটা কোথায়? গত কয়েক বছরে আইপিওতে আসা কিছু কোম্পানির গুণগতমান নিয়ে প্রশ্ন আছে। তবে এটা অবশ্যই কখনোই হতে পারে না যে, যত কোম্পানির আইপিও আসবে সবগুলোর শেয়ার দর পজিটিভ থাকবে।’’
মমিনুল ইসলাম বলেন, ‘‘পুঁজিবাদের শ্রেষ্ঠ আবিষ্কার শেয়ারবাজার। তবে আমাদের দেশে গত ১৫ বছরের অনিয়ম, অবস্থাপনা ও দুর্নীতি পুঁজিবাজারকে ভীষণভাবে সংকুচিত করে রেখেছে, পঙ্গু করে রেখেছে। আমরা এখন এমন একটা অবস্থানে এসে পৌঁছেছি, যেখান থেকে উত্তোরণের জন্য আমরা যে চেষ্টাগুলো করছি; তা দৃশ্যমান হতে সময় লাগছে। পরিস্থিতিটা এতাই খারাপ ছিল। তবে পরিবর্তনের একটি ধরা তৈরি হয়েছে। যেখানে সরকার পুঁজিবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রেগুলেটরও মার্কেটের সঙ্গে অনেক বেশি ইন্টারোগেশন করছে। সুতরাং আমি আশাবাদী। আমরা শেয়ার বাই-ব্যাকের বিষয়ে রেগুলেটরের সঙ্গে কাজ করছি। আমরা আশা করছি, শিগগিরই আপনাদের ভালো খরব দিতে পারব।’’
ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘‘এবারের বাজেটে সরকার পুঁজিবাজারে যেসব ইনসেন্টিভ দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। এ সরকার পুঁজিবাজারকে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তা ইতোপূর্বে দেখা যায়নি। তবে সরকার চাইলে মার্কেট মেকারের ভূমিকায় কাজ করতে পারে। যেমন- রাষ্ট্রীয় মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ৬ মাসের মধ্যে শেয়ার ছেড়ে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দিতে পারে। এছাড়া বাংলাদেশ বিমান, সাধারণ বীমা, জীবন বীমা এসব কোম্পানিকে কীভাবে পুঁজিবাজারে আনা যায়], সেটা নিয়ে কাজ করতে পারে। এছাড়া সড়ক, ফ্লাইওভার, ব্রিজ ও এক্সপ্রেসওয়ের টোল কালেকশন ডিজিটালাইজড ও সিকিউরিটাইজ করে কীভাবে ফান্ড সংগ্রহ করা যায়, সেই বিষয়ে সরকার ভাবতে পারে।’’
তিনি আরো বলেন, ‘‘অডিটার ও ক্রেডিট রেটিং এজেন্সি তারা তাদের রেসপন্সিবিলিটিটা ঠিকমতো পালন করতে না পারার ফলে খারাপ আইপিও মার্কেটে চলে এসেছে। এখন আর ভালো কোম্পানি আসতে চাচ্ছে না। সাড়ে ৭ শতাংশ ট্যাক্স গ্যাপ থাকার পরও কেন ভালো কোম্পানি মার্কেটে আসতে চাচ্ছে না? কারণ হচ্ছে, অনেক কোম্পানি স্বচ্ছতার সঙ্গে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে না। স্বচ্ছতার সঙ্গে আয়কর দিচ্ছে না অথবা দিতে পারছে না। পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হলে স্বচ্ছতার সঙ্গে আসতে হবে।’’
ঢাকা/এনটি/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রক র য় ব এসইস আম দ র সরক র আইপ ও ড এসই
এছাড়াও পড়ুন:
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান ফ্যামিলি ডে ২০২৫।
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপি-এর সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।
ডিএসইসি সভাপতি মুকতাদির অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং ফ্যামিলি ডে ২০২৫-এর আহ্বায়ক, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।
দিনব্যাপী এই অনুষ্ঠানে ডিএসইসি সদস্য ও তাদের পরিবারের সরব অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। এছাড়া মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা বাড়তি আনন্দ যোগ করে।
দিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল র্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে গ্লোবালইডি-এর সৌজন্যে দেওয়া হয় একটি মোটরসাইকেল; দ্বিতীয় পুরস্কার হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ছিল ঢাকা–ব্যাংকক–ঢাকা যুগল প্লেন টিকিট। এছাড়াও ছিল ঢাকা–কক্সবাজার–ঢাকা প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে ঢাকা শহর ভ্রমণের হেলিকপ্টার রাইড টিকিট।
প্রথম পুরস্কারটি বিজয়ীর হাতে তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ, দ্বিতীয় পুরস্কারটি প্রদান করেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।
অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল দেশের খ্যাতনামা শিক্ষা ও কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ। তাদের মধ্যে ছিল গ্রী স্টার, মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরএকে সিরামিকস এবং ইগলু আইসক্রিম।
ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং এটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পারিবারিক বন্ধন এবং সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।
ঢাকা/রাজীব