আগামীতে ছয় মাসের কম সময়ের মধ‍্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন, ‘‘বাজারে দীর্ঘদিন ধরে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে সমালোচনা আছে। আমরা আইপিও প্রক্রিয়া ডিজিটালাইজড করতে কাজ করছি। আশা করছি, আগামীতে আইপিও প্রক্রিয়া শেষ হতে কম সময় লাগবে।’’

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণ : টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড.

আনিসুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান, আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইন্তেকমাল হোসেন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

পুঁজিবাজারের উন্নয়নে যৌথ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিএসইসি

শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য মনোনয়নে বিএসইসির কমিটি

তবে জরুরি কাজে অনুষ্ঠান শুরু হওয়ার আগে চলে যান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

ডিএসই চেয়ারম্যান বলেন, ‘‘বিএসইসি লিস্টিংয়ের কাজ স্টক এক্সচেঞ্জের কাছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে আইপিও প্রক্রিয়া দীর্ঘায়িত করার সমস‍্যার সমাধান করা হবে। গত এক বছরে কোনো আইপিও আসেনি। নতুন নতুন আইপিও আনা বিএসইসির কাজ না। এ দায়িত্ব মার্চেন্ট ব‍্যাংকারদের। আমাদের অবশ্যই আনেক সমস্যা রয়েছে। ওই সব সমস্যা থাকার মধ্যেও আমাদের পুঁজিবাজারে স্কয়ার, এসিআই, অ্যাপেক্স, গ্রমীণফোন, রবি, ওয়ালটন এসেছে। তাহলে এখন কেন আইপিও আসছে না?’’

তিনি আরো বলেন, ‘‘গত ১৫ বছরে ৬৬টি মার্চেন্ট ব‍্যাংক ১৩৮ কোম্পানি আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে এনেছে। অর্থাৎ ৬৬টি মার্চেন্ট ব্যাংক গড়ে ২টি করে কোম্পানির আইপিও এনেছে। আর সাড়ে ৭ বছরে ১টি করে আইপিও এসেছে। আমাদের ৪৮০ বিলিয়ন ডলারের ইকোনমি। তাহলে আমাদের পারফরমেন্সটা কোথায়? গত কয়েক বছরে আইপিওতে আসা কিছু কোম্পানির গুণগতমান নিয়ে প্রশ্ন আছে। তবে এটা অবশ্যই কখনোই হতে পারে না যে, যত কোম্পানির আইপিও আসবে সবগুলোর শেয়ার দর পজিটিভ থাকবে।’’ 

মমিনুল ইসলাম বলেন, ‘‘পুঁজিবাদের শ্রেষ্ঠ আবিষ্কার শেয়ারবাজার। তবে আমাদের দেশে গত ১৫ বছরের অনিয়ম, অবস্থাপনা ও দুর্নীতি পুঁজিবাজারকে ভীষণভাবে সংকুচিত করে রেখেছে, পঙ্গু করে রেখেছে। আমরা এখন এমন একটা অবস্থানে এসে পৌঁছেছি, যেখান থেকে উত্তোরণের জন্য আমরা যে চেষ্টাগুলো করছি; তা দৃশ্যমান হতে সময় লাগছে। পরিস্থিতিটা এতাই খারাপ ছিল। তবে পরিবর্তনের একটি ধরা তৈরি হয়েছে। যেখানে সরকার পুঁজিবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রেগুলেটরও মার্কেটের সঙ্গে অনেক বেশি ইন্টারোগেশন করছে। সুতরাং আমি আশাবাদী। আমরা শেয়ার বাই-ব্যাকের বিষয়ে রেগুলেটরের সঙ্গে কাজ করছি। আমরা আশা করছি, শিগগিরই আপনাদের ভালো খরব দিতে পারব।’’ 

ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘‘এবারের বাজেটে সরকার পুঁজিবাজারে যেসব ইনসেন্টিভ দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। এ সরকার পুঁজিবাজারকে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তা ইতোপূর্বে দেখা যায়নি। তবে সরকার চাইলে মার্কেট মেকারের ভূমিকায় কাজ করতে পারে। যেমন- রাষ্ট্রীয় মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ৬ মাসের মধ্যে শেয়ার ছেড়ে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দিতে পারে। এছাড়া বাংলাদেশ বিমান, সাধারণ বীমা, জীবন বীমা এসব কোম্পানিকে কীভাবে পুঁজিবাজারে আনা যায়], সেটা নিয়ে কাজ করতে পারে। এছাড়া সড়ক, ফ্লাইওভার, ব্রিজ ও এক্সপ্রেসওয়ের টোল কালেকশন ডিজিটালাইজড ও সিকিউরিটাইজ করে কীভাবে ফান্ড সংগ্রহ করা যায়, সেই বিষয়ে সরকার ভাবতে পারে।’’ 

তিনি আরো বলেন, ‘‘অডিটার ও ক্রেডিট রেটিং এজেন্সি তারা তাদের রেসপন্সিবিলিটিটা ঠিকমতো পালন করতে না পারার ফলে খারাপ আইপিও মার্কেটে চলে এসেছে। এখন আর ভালো কোম্পানি আসতে চাচ্ছে না। সাড়ে ৭ শতাংশ ট্যাক্স গ্যাপ থাকার পরও কেন ভালো কোম্পানি মার্কেটে আসতে চাচ্ছে না? কারণ হচ্ছে, অনেক কোম্পানি স্বচ্ছতার সঙ্গে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে না। স্বচ্ছতার সঙ্গে আয়কর দিচ্ছে না অথবা দিতে পারছে না। পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হলে স্বচ্ছতার সঙ্গে আসতে হবে।’’   

ঢাকা/এনটি/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রক র য় ব এসইস আম দ র সরক র আইপ ও ড এসই

এছাড়াও পড়ুন:

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ

‎পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও তা নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন না করায় সাত নিরীক্ষক (অডিটর) প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য অডিট এবং অ্যাসিউর‍্যান্স কার্যক্রমে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সেইসঙ্গে ওই নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষকদের কেন অযোগ্য ঘোষণা করা হবে না, সেই মর্মে ব্যাখ্যা তলব করে তাদের শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরো পড়ুন:

সোনালী পেপারের শেয়ার কারসাজি: ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা

‎গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক এ হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; রিংসাইন টেক্সটাইল লিমিটেডের ৩০ জুন, ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক যথাক্রমে: আহমেদ অ্যান্ড আক্তার, মাহফেল হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং এবং সিরাজ খান বসাক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস এবং ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন, ২০১৮ ও ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক মাহফেল হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও সিকিউরিটিজ আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন করেনি। 

এ সকল নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষককে পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল কোম্পানি, সকল ধরনের বিনিয়োগ স্কিম (যথা- মিউচ্যুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) এবং পুঁজিবাজারে মধ্যস্থতাকারী সকল প্রতিষ্ঠানের অডিট ও অ্যাসিউর‍্যান্স কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা তথা পাঁচ বছরের জন্য অডিট ও অ্যাসিউর‍্যান্স কার্যক্রমে অংশগ্রহণে কেন অযোগ্য ঘোষণা করা হবে না এই মর্মে ব্যাখ্যা তলব করে শুনানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‎ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
  • সোনালী পেপারের শেয়ার কারসাজি: ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা
  • ২২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেবে বিএসইসি
  • পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা
  • বিএসইসির তদন্তের মুখে ভ্যানগার্ড ও ক্যাপিটেক অ্যাসেট
  • দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজার ও বন্ডকে ব্যবহারের প্রস্তাব
  • ৫ কোম্পানির শেয়ার কারসাজি: ৩ জনকে দেড় কোটি টাকা অর্থদণ্ড