ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনার মামলায় জামিন নিয়েছেন বিএনপির ১৪ নেতাকর্মী। 
মঙ্গলবার সকালে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহী এ আদেশ দেন।

মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ১৬ জন। তাদের মধ্যে আত্মসমর্পণ করেন ১৩ জন ও সোমবার গ্রেপ্তার বিএনপি কর্মী মির্জা আলীসন আজম প্রিন্স জামিন পান। জামিনপ্রাপ্ত অন্যদের মধ্যে আছেন- প্রধান আসামি মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহসভাপতি ক্যাপ্টেন সোহাগ প্রমুখ।

আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা। তাকে সহায়তা করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী ভুঁইয়া রতনসহ বেশ কয়েকজন। এ সময় জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম স্ট্যালিন।

পরে জসীমউদ্দিন মৃধা সাংবাদিকদের বলেন, দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত ১০০ টাকার বেলবন্ডে পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেন।

এদিকে, জামিনপ্রাপ্তদের নিয়ে শহরে মিছিল করেন মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আদালত প্রাঙ্গণ থেকে মিছিলটি বিচারপতি ইব্রাহিম সড়ক, মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এ ক আজ দ নগর ব এনপ র ব এনপ র

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ