সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল তেল জব্দ
Published: 8th, July 2025 GMT
জ্বালানি মন্ত্রণালয়ের ৪ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৪টি দোকান থেকে ১ হাজার ৮০ লিটার ডিজেল ও ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। সেই সাথে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় যৌথ বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.
অবৈধভাবে তেল বিক্রির অপরাধে ৪টি দোকান থেকে ডিজেল ও অকটেন জব্দের পাশাপাশি দুইজনকে জরিমানা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, র্যাব-১১, বিজিবি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদির পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন (৩৬) নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় সেলিনা হায়াত আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।