শাকিবের নায়িকা নিয়ে আপত্তি, নিজেকে কেন স্বার্থপর বললেন দীপা
Published: 8th, July 2025 GMT
গেলে কয়েক বছর দেশের নায়িকাদের সঙ্গে সিনেমায় খুব একটা দেখা যায় না শাকিব খানকে। ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘দরদ’ ‘বরবাদ’, সিনেমায় লিড ক্যারেকটারে ইধিকা পাল, মিমি চক্রবর্তী, সোনাল চৌহানই তার প্রমাণ। শোনা যাচ্ছে শাকিবের পরবর্তী সিনেমাতেও নাকি থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার।
বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আপত্তি তোলেন ছোট পর্দার অভিনেত্রী দীপা খন্দকার। দীপার তার আপত্তির পক্ষে দাঁড়িয়েছেন কেউ আবার নাখোশ হয়েছেন অনেকে। অনেকে আবার কটাক্ষও করেছেন। বিষয়টি নিয়ে ফের সরব হলেন দীপা।
নিজের অবস্থানে অনড় থেকে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘জি আমি স্বার্থপর। আমি চাই আমার দেশের উন্নতি হোক। আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক। আর্টিস্টদের লাভ হোক।’
তিনি আরও লিখেছেন, ‘শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দেব? যেখানে নারী লিড রোল এর সুযোগ খুব বেশি থাকে না। যাও দুই একটা থাকে তা যদি অন্য দেশের আর্টিস্টের দিয়ে দেয়া হয় তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কি থাকল?’
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘অলরেডি অনেক আর্টিস্টই সিনেমায় প্রমাণিত। চিন্তা ভাবনা বদলাতে হবে। গল্প নির্ভর সিনেমা বানাতে হবে।’
এর আগে সোমবার সিনেমার নামে ছড়িয়ে যাওয়া ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুকে তিনি লিখছিলেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয়, তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর ট স ট
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে