আসামি ছাড়িয়ে নিতে থানা গেটে হট্টগোল, গ্রেপ্তার ৪
Published: 8th, July 2025 GMT
সাটুরিয়ায় পুলিশের করা সন্ত্রাসীবিরোধী আইনে মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগের সদস্য রাব্বি ইসলামকে ছিনিয়ে নিতে রাত ৮টার দিকে থানা সড়ক অবরোধ করে প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। খবর পেয়ে দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ দিকে পুলিশের কাজে বাধা দেওয়ায় একটি মামলা করেছেন উপপরিদশক আব্বাস উদ্দিন। এ মামলায় ১০ জনকে নামীয় ও ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ মামলায় সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মো.
পুলিশের উপপদির্শক আব্বাস উদ্দিন বলেন, সোমবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাটুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগ কর্মী রাব্বি ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়ার সময় অর্ধশতাধিক লোক থানার সামনে জড়ো হয়ে প্রিজনভ্যান আটকিয়ে দেয়। পুলিশকে গালাগাল করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা রাব্বিকে ধরে থানায় আনার পর তাঁর পরিবারের সদস্যরা থানা গেটে হট্টগোল করে তাঁকে ছেড়ে দিতে বলেন। এ সময় থানার নিরাপত্তাজনিত কারণে ফটক বন্ধ করে দেওয়া হয়। আসামিকে ছিনিয়ে নিতে গেট ভাঙার চেষ্টা করে তারা। বিষয়টি পুলিশ সুপারকে জানালে তিনি দাঙ্গা পুলিশ মোতায়েন করে পরিবেশ শান্ত করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম ন কগঞ জ গ র প ত র কর ইসল ম
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫