পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের  মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক জনাব সৈয়দ ফরহাদ হোসেন এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত টীম কর্তৃক মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রেণ আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। 

মঙ্গলবার (৮ জুলাই) জেলার সোনারগাঁয়ে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয় হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের  মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উপপরিচালক সৈয়দ আহমেদ কবির এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ ও সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেন। 

এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিল্প-কারখানা সমূহের উদ্যোক্তা কর্তৃক পরিবেশ সংক্রান্ত আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করা এবং দূষণ নিয়ন্ত্রণে তাদেও সক্ষমতা পর্যালোচনা করা। 

এ সময় সোনারগাঁও সীড ক্রাসিং মিলস লিমিটেড এবং মেঘনা পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড এর ইটিপি’র আউটলেট থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।

পরিদর্শনের সময় কারখানা সমূহের সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও পানি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইটিপি’র কার্যকারিতা সরেজমিনে পরীক্ষা করা হয় এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব সৈয়দ আহমেদ কবির বলেন, “শিল্প উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আমরা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এটি নিশ্চিত করতে কাজ করছি।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের, (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ র চ লক পর চ ল

এছাড়াও পড়ুন:

জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান 

সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট ইসলামপুর এলাকায় জাল জালিয়াতি করে জমি দখলের অভিযোগে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীরকে জামিন দিয়েছেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 

সোমবার (৭ জুলাই) দুপুরে সশরীরে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে তাকে জামিন প্রদান করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল উদ্দিন। এরআগে গত ১৩ মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত। 

আদালতের মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের জমি জাল জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী ৮৯ শতাংশ  বেশি সম্পত্তি নিজ নামে রেকর্ড করে নেয়।

এ ঘটনায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের পক্ষে লিগ্যাল অফিসার মিলন হোসাইন নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তের জন্য আদালত নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ প্রদান করে।

আদালতের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের এসআই মিজানুর রহমান তদন্ত শেষে আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির মাধ্যমে জমি দখলের একটি প্রতিবেদন গত বছরের ৩ ডিসেম্বর আদালতে দাখিল করেন।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর ১৩ মার্চ নারায়ণগঞ্জ আমলি আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অন্তর্বর্তী সরকার বিচারপ্রক্রিয়া আবার শুরু করলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই’
  • নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল  মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ
  • সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল তেল জব্দ
  • চট্টগ্রামে চিনিগুঁড়া লিখে নিম্নমানের চাল বিক্রি, লাখ টাকা জরিমানা
  • অভিযানে গিয়ে মাদক বিক্রেতার কাছ থেকে ‘টাকা নিয়ে আত্মসাৎ’, তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
  • ডিসি-এসপির সাথে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের মতবিনিময়
  • নারায়ণগঞ্জের সকল গ্লানি ও দূর্নাম মুছে ফেলতে হবে : গিয়াসউদ্দিন
  • জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান 
  • ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন