মুসিয়ালার সফল অস্ত্রোপচার সম্পন্ন, মাঠের বাইরে থাকবেন কয়েক মাস
Published: 8th, July 2025 GMT
বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই চিকিৎসকের ছুরির নিচে যেতে হয় এই জার্মান মিডফিল্ডারকে।
বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) বিপক্ষের ম্যাচে ভয়াবহ চোট পান ২২ বছর বয়সী মুসিয়ালা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তার বাঁ পায়ের ফিবুলা হাড় ভেঙে যায় এবং গোড়ালিতে মারাত্মক স্থানচ্যুতি ঘটে।
অস্ত্রোপচারের পর মঙ্গলবার (০৮ জুলাই) থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। তবে ডাক্তারদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার কয়েক মাস সময় লাগতে পারে।
আরো পড়ুন:
ব্রাজিলিয়ান আগুন নিভিয়ে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন
সান সিরোতে ইন্টারের বায়ার্ন পরীক্ষা
এই ভয়াবহ চোটের খবর ছড়িয়ে পড়তেই মুসিয়ালাকে সমবেদনা ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিশ্বজুড়ে অসংখ্য খেলোয়াড়, কোচ ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা। তার দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে ব্যাপক সাড়া।
ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে বিবেচিত মুসিয়ালার এমন চোট নিঃসন্দেহে বায়ার্নের জন্য বড় ধাক্কা। তবে তার দ্রুত সুস্থতা কামনায় আপাতত ফুটবল দুনিয়া একসঙ্গে প্রার্থনায় ব্যস্ত।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করতে ‘মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রের পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাইকোলজিস্ট কাজী রুম্পা এবং ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক মোঃ তানভীর আরেফিন রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক গোলাম কিবরিয়া, মোঃ তানভীর, মোঃ জনি, ফ্রীডম লাইফ নিরাময় কেন্দ্রের জাফর ও সানী, জে.আর নিরাময় কেন্দ্রের রিয়াদ হোসেন সানী, কচিসহ বিভিন্ন নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা এবং বিভিন্ন রিকোভারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে তাদের স্বাভাবিক বিষয়ে ফিরে আসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে সুস্থতার ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ জনকে বেইজ প্রদান এবং ১৫ জনকে সুস্থতার সনদ প্রদান করা হয়।