কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষ নেতারা
Published: 8th, July 2025 GMT
বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের কর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামে পৌঁছে তারা আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। এরপর তারা আবরারের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এনসিপি’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা শেষে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। কুষ্টিয়া শহরে পদযাত্রা শেষে তাদের মেহেরপুর যাওয়ার কথা রয়েছে।
জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ কুষ্টিয়া শহরসহ বিভিন্ন উপজেলায় পথসভা করবে দলটি।
আরো পড়ুন:
বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না: হাসনাত আব্দুল্লাহ
রাজনৈতিক দলগুলো চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে: নাহিদ ইসলাম
এর আগে দলের শীর্ষ নেতারা সোমবার দিবাগত রাত ১২টা ৫৫মিনিটে কুষ্টিয়া শহরে পৌঁছান এবং আবাসিক হোটেলে রাত্রিযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড.
এ ছাড়াও এনসিপির অঙ্গ সংগঠন যুব শক্তি ও শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
কাঞ্চন//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনস প আবর র ফ হ দ র ব ব সদস য এনস প
এছাড়াও পড়ুন:
সীতাকুণ্ডে ট্রাক ঢুকে গেল লরির পেছনে, যন্ত্র দিয়ে কেটে চালকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম ইউনুস সরদার (৬০)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিতেলগাঁ গ্রামের বাসিন্দা। তবে কাজের সুবাদে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর গেট এলাকায় থাকতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ইউনুস সরদার ট্রাকটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে সামনে থাকা চলন্ত খালি লরিতে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকটির সামনের পুরো অংশ লরির পেছনে ঢুকে যায়। ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন প্রথম আলোকে বলেন, সামনের অংশ ভেঙে লরির ভেতর ঢুকে যাওয়ায় চালকের মরদেহ বের করা যাচ্ছিল না। পরে যন্ত্র দিয়ে ট্রাকের সামনের অংশ কেটে লাশ উদ্ধার করা হয়। এরপর বার আউলিয়া থানায় লাশ হস্তান্তর করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, ‘দুটি গাড়িই জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে।