ইসরায়েলের পক্ষে গাজায় জেতা যে কারণে অসম্ভব
Published: 8th, July 2025 GMT
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি এখন ছবি বা দৃশ্যের যুদ্ধও। গাজার ধ্বংস হওয়া হাসপাতাল, অনাহারে কাতরাতে থাকা শিশু, গণকবর ও ধ্বংসস্তূপে সন্তানকে খুঁজতে থাকা বাবার ছবির মতো করুণ চিত্র—সবকিছু এখন মুঠোফোনে ধরা পড়ছে। প্রতিটি ছবিই ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি ধ্বংসাত্মক শক্তিতে মানুষের মনে আঘাত হানছে। এসব তাজা ও জলজ্যান্ত অডিও-ভিডিও ও স্থির ছবির প্রভাব প্রেস কনফারেন্স বা সরকারি ভাষণের চেয়ে অনেক বেশি। এই প্রথমবারের মতো ইসরায়েল এ দৃশ্যগুলো মুছে ফেলতে পারছে না। আগের মতো তারা প্রোপাগান্ডার স্রোতে সেগুলোকে ঢেকে ফেলতেও পারছে না।
ইসরায়েলি সেনাবাহিনী যখন গাজায় ত্রাণ বিতরণের জায়গায় মানুষ হত্যা করছিল, সেই দৃশ্য দেখে ইসরায়েলি পত্রিকা হারেৎজ-এর লেখক গিডিয়ন লেভি ২৯ জুন লিখেছিলেন, ‘ইসরায়েল কি গাজায় গণহত্যা চালাচ্ছে? …গাজা থেকে যেসব সাক্ষ্য আর ছবি উঠে আসছে, তা দেখে খুব বেশি প্রশ্ন করার সুযোগ থাকে না।’ এমনকি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস–এর দীর্ঘদিন ধরে ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত কলাম লেখক টমাস ফ্রিডম্যানও এখন ইসরায়েলের কথাবার্তায় আর আস্থা রাখছেন না। গত ৯ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি একটি নিবন্ধ লেখেন। সেখানে তিনি বলেন, ‘এই ইসরায়েলি সরকার আমাদের মিত্র নয়।’ তিনি যোগ করেন, তারা এমন আচরণ করছে, যা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি।
আরও পড়ুনইরানের সঙ্গে যুদ্ধ করে যে হুমকির মুখে পড়ল ইসরায়েল০৪ জুলাই ২০২৫একসময় ইসরায়েলের গল্প বা ভাষ্যগুলোকে পশ্চিমা মিডিয়ার সম্পাদকীয় নীতিমালা আর ইতিহাসগত অপরাধবোধ রক্ষা করত। কিন্তু স্মার্টফোনের কারণে এখন সেই রক্ষাকবচ ভেঙে গেছে। এখন আমরা আর ইসরায়েলের ব্যাখ্যা শুনে বাস্তবতা বুঝতে চেষ্টা করি না। কারণ, গাজার মানুষই তাদের বাস্তব অবস্থা আমাদের দেখিয়ে দিচ্ছে।
যেসব অ্যাপে (যেমন টিকটক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স) গাজার ধ্বংস, কাঁদতে থাকা শিশু বা ত্রাণের লাইনে মানুষকে গুলি করার ভিডিও ছড়াচ্ছে—সেসব অ্যাপ কিন্তু কোনো ঘটনার পেছনের ইতিহাস বা ব্যাখ্যা দেয় না। অ্যাপগুলো শুধু দেখে কোন ছবি বা ভিডিও সবচেয়ে বেশি মানুষ দেখছে আর সেটাকেই বেশি ছড়িয়ে দেওয়া হয়। আগের প্রজন্মের লোকেরা হয়তো এসব ছবি দেখে চোখ ফিরিয়ে নেন, কিন্তু নতুন প্রজন্ম চোখ আটকে রাখে। প্রতিটি ছবি, প্রতিটি সাইরেনের শব্দ, প্রতিটি ধ্বংসের দৃশ্য তাদের মনকে আচ্ছন্ন করে রাখে।
বিশ্বজুড়ে সাধারণ মানুষ বিচলিত, ক্ষুব্ধ। এ ক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে। এখন আর ইসরায়েল শুধু তার প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ করছে না, তাকে ক্যামেরার লেন্সের সঙ্গেও যুদ্ধ চালাতে হচ্ছে।
এ ছবির যুদ্ধ বা ‘ভিজ্যুয়াল ওয়ার’-এর মানসিক ধাক্কা ইসরায়েলি সমাজের ভেতরে গভীরভাবে প্রভাব ফেলছে। বহু বছর ধরে ইসরায়েলিরা নিজেদের বিশ্ববাসীর সামনে ‘নির্যাতিত’ বা ‘আঘাতপ্রাপ্ত’ জাতি হিসেবে দেখিয়ে এসেছে। এর মাধ্যমে তারা বিশ্ববাসীর সহানুভূতি কুড়িয়েছে। কিন্তু এখন প্রতিদিনের ভিডিওতে যখন ইসরায়েলিদের নির্বিচার বোমাবর্ষণ, গাজার ধ্বংসপ্রাপ্ত পাড়া-মহল্লা আর হাড্ডিসার শিশুদের আর্তনাদ দেখা যাচ্ছে, তখন অনেক ইসরায়েলিই গভীর নৈতিক সংকটে পড়ে যাচ্ছেন। তাঁরা বুঝতে পারছেন, বিশ্ব আর আগের মতো তাঁদের প্রতি সহানুভূতিশীল নয়। এখন ইসরায়েলের মধ্যপন্থী বা নিরপেক্ষ অবস্থানে থাকা অনেক মানুষও অস্বস্তি বোধ করছেন। কারণ, গাজার বাস্তব অবস্থাসংবলিত (যেমন ধ্বংস হওয়া ঘরবাড়ি, ক্ষুধার্ত শিশুদের মুখ, রক্তমাখা রাস্তা) ছবি ইসরায়েলের ‘নৈতিক উচ্চতা’কে ভেঙে দিচ্ছে। প্রথমবারের মতো ইসরায়েলি সমাজে কথাবার্তার মধ্যে ঢুকে পড়েছে এক নতুন ভয়, ‘বিশ্ব এখন আমাদের কীভাবে দেখছে?’
আরও পড়ুনইসরায়েল এখনো বুঝতে পারছে না, তারা যুদ্ধে হেরে গেছে১৯ মে ২০২৫আন্তর্জাতিকভাবেও এসব ছবি ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে ফেলেছে। যে পুরোনো মিত্ররাষ্ট্রগুলো একসময় চোখ বন্ধ করে ইসরায়েলকে সমর্থন দিত, তারাও এখন চাপের মুখে পড়ছে।
ইউরোপ ও উত্তর আমেরিকার পার্লামেন্ট সদস্যরা এখন প্রকাশ্যে প্রশ্ন তুলছেন, ইসরায়েলকে অস্ত্র পাঠানো কি উচিত? এ যুদ্ধের সময় তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি কি রাখা উচিত? এখন যুদ্ধক্ষেত্র শুধু গাজায় সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে পার্লামেন্টে, বিশ্ববিদ্যালয়ে, শহরের কাউন্সিল দপ্তরে, এমনকি গণমাধ্যমের সম্পাদকীয় কক্ষে। এটা এমন এক যুদ্ধ, যেখানে শুধু শক্তি দিয়ে জেতা যাবে না।
● জসিম আল আজ্জায়ি ইরাকি সাংবাদিক ও টিভি উপস্থাপক
আল–জাজিরা ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সব মাধ্যমে কাজ করতে চান জৌপারী
২০১০ সালে ঢাকায় এসেছেন বান্দরবানের মেয়ে জৌপারী লুসাই। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলেন, ঘুণাক্ষরেও অভিনয়ে আসার কথা ভাবেননি। ২০১২ সালে এনটিভির টেলিফিল্ম শেষ বলে কিছু নেই দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান জৌপারী। তখন বিএএফ শাহীন কলেজে পড়তেন। এক বন্ধুর কাছে শুনলেন টেলিফিল্মে এক কিশোরী চরিত্রের জন্য শিল্পী খুঁজছেন নির্মাতা মেজবাউর রহমান। পরে অডিশন দিয়ে টিকে যান।
নিজেকে প্রথমবার ছোট পর্দায় দেখে রীতিমতো আপ্লুত হয়েছিলেন। সেই সময়ের অনুভূতিকে অনেকটা ‘প্রথম প্রেমে পড়ার’ মতো বললেন এই তরুণ অভিনেত্রী। টেলিফিল্মটি প্রচারের পর পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিলেন, যেটি তাঁকে অভিনয়ে অনুপ্রাণিত করেছে।
‘রেহানা মরিয়ম নূর’ থেকে ‘আমি বীরাঙ্গনা বলছি’
আবদুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত সিনেমা রেহানা মরিয়ম নূর-এ মিমি চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন জৌপারী। এটি ২০২১ সালে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান খেলনাছবির বিজ্ঞাপন করেছিলাম, সেখানে নির্মাতা সাদ ভাইও ছিলেন।’ খেলনাছবির সূত্র ধরেই সিনেমাটিতে কাজের সুযোগ পান তিনি। ২০১৭ সালে সিনেমার সঙ্গে যুক্ত হন, ২০১৮ সালে শুটিং করেন।
জৌপারী লুসাই বলেন, ‘সিনেমাটি করার আগে অভিনয় নিয়ে খুব একটা বুঝতাম না। সিনেমাটি করার পর অভিনয়কে সিরিয়াসলি নিই। তখন মনে হয়েছিল অভিনয় চালিয়ে যাব। সঙ্গে অভিনয় শিখবও।’
বঙ্গ অরিজিনাল সিরিজ বিএনজি-তে অভিনয় করে তরুণ দর্শকের কাছে পৌঁছেছেন জৌপারী। আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সারভাইভ-এও মূল চরিত্রে দেখা গেছে তাঁকে। তিনি বলেন, ‘বিএনজি ও সারভাইভ দুটি কাজের জন্যই খুব ভালো রেসপন্স পেয়েছি। দুটি কাজ দেখে অনেকে আমাকে চিনেছেন।’
প্রায় এক যুগের ক্যারিয়ারে কোন কাজটিকে ‘টার্নিং পয়েন্ট’ বলবেন? জৌপারী বলেন, ‘আসলে এটা আমার পক্ষে বলা কঠিন। প্রতিটা কাজই মন থেকেই করি। আমি কাজ করে যেতে চাই, কাজটাকে ভালোবাসি।’
এর মাঝে অভিনয়ে নিজেকে শাণিত করতে নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদের কর্মশালায় অংশ নেন জৌপারী। জামিল আহমেদ নির্দেশিত আমি বীরাঙ্গনা বলছি-এ একজন নির্যাতিতা পাহাড়ি নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
‘পারফেক্ট ওয়াইফ’ ইরা
২২ অক্টোবর মুক্তি পাওয়া চরকির ফ্ল্যাশ ফিকশন পারফেক্ট ওয়াইফ-এ একজন জাপানি তরুণী ইরার চরিত্রে অভিনয় করেছেন জৌপারী। ফিকশনটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ফিকশনটি মুক্তির পর ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে জৌপারী বলেন, ‘আমার পরিচিতদের মধ্যে যাঁরা কাজটা দেখেছেন, তাঁরা সবাই চরিত্রটা পছন্দ করেছেন। অনেকে বলেছেন, তুমি রোবট না মানুষ।’
সেলিমের পরিচালনায় এবারই প্রথম কাজ করেছেন তিনি। কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক ভালো। কারণ, উনি আসলে অ্যাক্টিংটাকে দারুণভাবে ডিল করেন। খুবই আরাম করে আমি কাজ করেছি। অভিনয়ের ক্ষেত্রে পরিচালক অনেক ম্যাটার করে। আবদুল্লাহ মোহাম্মদ সাদ যে রকম আমাকে ছেড়ে দিয়েছিলেন, যেভাবে ইচ্ছা তুমি করো, ঠিক একইভাবে আমি বলব যে এই চরিত্রটা (ইরা) করতে গিয়ে আমি আমার মনে হয়েছে যে আমি আরও বেশি এনজয় করেছি।’
সব মাধ্যমে কাজ করতে চান
ওটিটি, প্রেক্ষাগৃহের সিনেমা থেকে টিভি নাটক—সব মাধ্যমেই কাজ করেছেন জৌপারী। তিনি বলেন, ‘টিভি হোক, ওটিটি হোক কিংবা সিনেমা—সব মাধ্যমেই অভিনয় করতে চাই।’
ক্যারিয়ারের প্রথম সিনেমা রেহানা মরিয়ম নূর-এর পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে এনামুল করিম নির্ঝরের একটি সিনেমার কাজ শেষ করেছেন, তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি।
অভিনয়কে পেশা হিসেবে নিতে চান জানিয়ে জৌপারী বলেন, ‘আমি অভিনয়ের কোন স্টেজে আছি, জানি না। তবে অভিনয়টা আমার প্রফেশন। আমার প্যাশনের জায়গাও। আমি এটা সারা জীবন করে যেতে চাই।’
সামনে কী করছেন? তিনি বলেন, এখনো কোনো কাজ চূড়ান্ত হয়নি, তবে কিছু কাজের কথাবার্তা চলছে। যদি সবকিছু কনফার্ম হয়, তাহলে তো সামনের বছর দেখা যেতে পারে।
জৌপারী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজমে পড়াশোনা করেছেন।