হাতে ব্যাগ নিয়ে হাঁটছেন নারী, পেছন থেকে এসে গলার চেইন নিয়ে যায় দুই ছিনতাইকারী
Published: 8th, July 2025 GMT
চট্টগ্রাম নগরে এক নারীর গলা থেকে চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরের কোতোয়ালি থানার টেরিবাজার মায়াবীর গলি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এক নারী গলির ভেতর ঢুকছেন। তাঁর হাতে ছিল পলিথিনের ব্যাগ ও কাপড়। তখন দুজন ব্যক্তি এসে তাঁকে তাড়া করেন। ওই সময় তাঁর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পড়ে গেলে গলা থেকে চেইনটি নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইকারী।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম প্রথম আলোকে বলেন, টেরিবাজার এলাকায় ছিনতাইয়ের একটি ভিডিও দেখে পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ করছে। তবে এই বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।