নুরে জান্নাতের মায়ের সঙ্গে যখন ওর বাবার দাম্পত্য কলহ শুরু হয়, তখন সে মাতৃগর্ভে। আরও দুই মাস পর নুরে জান্নাত যখন পৃথিবীতে আসে, তখন মা–বাবা দুজনই আদালতের কাঠগড়ায়। তার মা তার বাবার বিরুদ্ধে যৌতুকের কারণে নির্যাতনের অভিযোগে মামলা করেন।

২০২২ সাল। আমি পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলাম তখন। আমার আদালতে মামলাটি শুনানির জন্য ডাক পড়ে। এক পক্ষে নুরে জান্নাতের বাবা নুরজামাল ইসলাম আর অপর পক্ষে মা আঁখি মণি। আঁখি মণির কোলে ১১ মাসের নুরে জান্নাত। আমার মনে হলো, এ মামলায় শাস্তি হলে কোনো দিন আর মা–বাবাকে একসঙ্গে পাবে না সে। আঁখি মনির সংগতিও নেই মেয়েটাকে একলা বড় করার। মনে হলো, তার মা–বাবাও চায় না আসলে এমন।

উভয় পক্ষের সঙ্গে কথা বলি, বোঝাতে থাকি। অবশেষে বরফ গলতে শুরু করে। নুরজামাল এগিয়ে এসে হাত ধরেন আঁখি মণির। একমুহূর্তে আমার এজলাস হয়ে ওঠে পারিবারিক আনন্দের একটা অঙ্গন।

দাম্পত্য বিরোধের সফল নিষ্পত্তির এ সংবাদ ২০২২ সালের ২৩ জানুয়ারি ‘বিচারকের মধ্যস্থতায় প্রথম মা-বাবাকে একসঙ্গে পেল ১১ মাসের জান্নাত’ শিরোনামে প্রথম আলোয় পত্রিকায় প্রকাশিত হয়। পঞ্চগড়ে এ রকম আরেকটি ঘটনা নিয়ে ২৪ এপ্রিল ২০২২ তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়, ‘আদালতের মধ্যস্থতায় টিকে গেল ১৭ বছরের সংসার’।

সারা দেশে দাম্পত্য কলহ নিয়ে এ রকম হাজারো ঘটনা আছে। ছোটখাটো দাম্পত্য বিরোধের জেরে স্বামী বা স্ত্রী রাগের মাথায় আদালতে মামলা করলেও শেষে আপস–মধ্যস্থতায় সমাধানের বহু নজির রয়েছে। অনেক সময় আবার স্বামীর কারাদণ্ড হলে যে অনিশ্চয়তার পড়তে হবে, সেটা ভেবেও নারীরা মামলা চালাতে চান না​। অনেক ভোগান্তির পর তখন তাঁরা আপস করার জন্য আবেদন করেন। এসব বিবেচনায় ২০২০ সালে সুপ্রিম কোর্টের একটি রায়েও যৌতুকের জন্য ছোটখাটো মারধর বা বিরোধের ঘটনাকে আপসযোগ্য করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের মামলাগুলো অনেক সময় সরাসরি আমলে না নিয়ে আদালত থেকে বিভিন্ন সরকারি–বেসরকারি কর্মকর্তাকে তদন্ত করতে দেওয়া হতো। এই তদন্তকালেও অনেক মামলা আপস হয়ে যেত। এসব ক্ষেত্রে শুরুতে উভয় পক্ষের মধ্যে আপস–নিষ্পত্তির সুযোগ থাকলে ভাঙন ও ভোগান্তি থেকে রক্ষা পায় পরিবারগুলো।

পৃথিবীর অনেক দেশেই মামলা করার আগে মধ্যস্থতার জন্য মধ্যস্থতাকারীর কাছে যাওয়ার বিধান রয়েছে। আমাদের দেশেও বিচারপ্রার্থী মানুষের এ দাবি ছিল অনেক দিনের।

এসব বিষয় বিবেচনা করে, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এই অধ্যাদেশের অন্যতম দিক হলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় বর্ণিত যৌতুকের জন্য নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মামলা করার আগে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির বিধান।

এ অধ্যাদেশের আরেকটি বড় দিক হলো মধ্যস্থতা চুক্তির কার্যকারিতা। আগে লিগ্যাল এইড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চুক্তিপত্র পক্ষদের ওপর বাধ্যকর ছিল না। ফলে তারা আপস চুক্তি লঙ্ঘন করে আবার মামলায় জড়িয়ে যেত। বর্তমান আইনে পক্ষদের মধ্যে সম্পাদিত ও চিফ লিগ্যাল এইড কর্মকর্তা কর্তৃক প্রত্যায়িত মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত বলবৎযোগ্য এবং পক্ষদের ওপর বাধ্যকর হবে মর্মে বিধান করা হয়েছে। এর ফলে ছোটখাটো বিরোধীয় বিষয়গুলো আপস–মীমাংসার মাধ্যমে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও মধ্যস্থতাকারীর দ্বারাই নিষ্পত্তি হবে। আর বিরোধ নিষ্পত্তি না হলে আদালতে যাওয়ার সুযোগ থাকছে।

বর্তমান অধ্যাদেশের তফসিলে যৌতুক নিরোধ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় বর্ণিত যৌতুকের জন্য নির্যাতন–সম্পর্কিত অভিযোগ ছাড়াও পারিবারিক আদালত আইন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, সহকারী জজদের এখতিয়ারভুক্ত বণ্টন–সম্পর্কিত বিরোধ, অগ্রক্রয়–সম্পর্কিত বিরোধ, পিতা–মাতার ভরণপোষণ আইন, চেক ডিজঅনার–সম্পর্কিত অভিযোগ (পাঁচ লাখ টাকা পর্যন্ত) অন্তর্ভুক্ত করা হয়েছে।

অধ্যাদেশের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি প্রশংসা করতে শুনেছি অনেককে। হয়রানি থেকে বাঁচার ক্ষেত্রে এটা একটা মাইলফলক অধ্যাদেশ হয়েছে মর্মে প্রশংসা করেছেন আইনের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা।

আবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় যৌতুকের কারণে নির্যাতনের বিষয়টি মামলা পূর্ব মধ্যস্থতার বিধানের আওতাভুক্ত করায় সমালোচনাও করেছেন কেউ কেউ। কিন্তু এটির প্রয়োজন রয়েছে। এই ধারায় প্রচুর মামলা হলেও এখন সাজা হয়েছে, এমন ঘটনা খুবই বিরল। প্রায় সব ক্ষেত্রে কয়েক বছর মামলা চলার পর ক্লান্ত বাদিনী আপস করতে চান, স্বামীর সংসারে ফিরে যেতে চান। মাঝখানে মামলায় দীর্ঘ হয়রানি ও আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয় পক্ষদের, কিছু ক্ষেত্রে সংসার ভেঙে যায়।

তাই আমাদের সামাজিক পটভূমি ও বিচারের সংস্কৃতি বিবেচনায় তাই বিচার–পূর্ব মধ্যস্থতা বিরাট সুফল বয়ে আনতে পারে। আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারির ফলে এখন আর্থিক সামর্থ্য–নির্বিশেষে যেকোনো ব্যক্তি সরকারি আইনি সহায়তা কার্যক্রমের আওতায় জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে বিনা মূল্যে আইনি তথ্যসেবা গ্রহণ, আইনি পরামর্শ গ্রহণ এবং বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির সেবা গ্রহণ করতে পারবেন। মামলা করার আগে মামলায় জয়–পরাজয়, লাভ–ক্ষতি ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন।

অনেকে আছেন (বিশেষ করে নির্যাতনের শিকার নারীরা) যাঁদের প্রকৃত অধিকারের ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধু আইনি জটিলতা, সম্মানহানি ও আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে প্রতিপক্ষকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের অধিকার ছেড়ে দেন। এমন মানুষের জন্য আদালতের কাঠগড়া নয়; বরং জেলা লিগ্যাল এইড কর্মকর্তার কাছে আপস–মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এতে একদিকে যেমন রক্ষা হয় সামাজিক সম্মান, তেমনি কোনো প্রকার হয়রানি ও ঝামেলা ছাড়াই বিরোধের নিষ্পত্তি ঘটে। নির্যাতনের শিকার নারীদের এখন সরকারি লিগ্যাল এইডে মধ্যস্থতা পাওয়ার সুযোগ অবারিত হয়েছে বলে এ ধরনের অপরাধও কমে আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে অধস্তন আদালত এবং উচ্চ আদালত মিলে ৪৫ লাখের মতো মামলা বিচারাধীন। প্রত্যক্ষ-পরোক্ষভাবে এসব মামলায় আদালতের বারান্দায় বিপুলসংখ্যক মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়। দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতার মধ্যে মামলাজট একটি বড় অন্তরায়। রায়ের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তির পরও উভয় পক্ষের মধ্যে সমস্যাগুলো জিইয়ে থাকে যুগের পর যুগ। ফলে দাদার আমলে নিষ্পত্তিকৃত বিষয়টি বংশানুক্রমে নাতিদের পর্যন্ত গড়ায়। বিচারপ্রার্থী মানুষকে দ্রুততম সময়ে কম খরচে ন্যায়বিচার প্রদান করা আদালতের প্রাতিষ্ঠানিক দায়িত্ব হলেও বিপুলসংখ্যক মামলার বিপরীতে বিচারকের স্বল্পতা, পরিবেশগত প্রতিবন্ধকতাসহ নানান সমস্যার কারণে তা সম্ভব হয়ে উঠছে না।

এ ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ মানুষের আইনি সহযোগিতা পাওয়ার পথকে অনেক দূর প্রসারিত করবে। একই সঙ্গে এটি আদালতে মামলার জট হ্রাস করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

মতিউর রহমান সিনিয়র সহকারী সচিব হিসেবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন আইন র র জন য সরক র গ রহণ

এছাড়াও পড়ুন:

যৌতুকের মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক করা নিয়ে মহিলা পরিষদের উদ্বেগ

যৌতুক দাবি, যৌতুকের কারণে সাধারণ জখমের শিকার নারীদের মামলা করার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার বিধান করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ সোমবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে বিধানটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এ বিবৃতি দেন। যৌথ বিবৃতিতে বলা হয়, ১ জুলাই ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারির মাধ্যমে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০–এর ২১ ধারায় নতুন বিধান যুক্ত করে যৌতুক দাবি, যৌতুকের কারণে সাধারণ জখমের শিকার নারীদের মামলার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার বিধান যুক্ত করা হয়েছে। নতুন যুক্ত বিধান অনুসারে যৌতুক দাবি, যৌতুকের কারণে সাধারণ জখমের শিকার ভুক্তভোগী নারীকে লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্দেশ্যে আবেদন করতে হবে এবং মধ্যস্থতা–প্রক্রিয়ায় ব্যর্থ হলে বিরোধের কোনো পক্ষ প্রয়োজনে উপযুক্ত আদালতে মামলা করতে পারবেন।

বিবৃতিতে বলা হয়, যৌতুক দাবি, যৌতুকের কারণে সাধারণ জখমের শিকার নারীদের বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার বিধান যুক্ত করার মাধ্যমে নারীর ন্যায়বিচারের অভিগম্যতা বাধাগ্রস্ত হতে পারে। বিচারপ্রার্থী ভুক্তভোগী নারীকে বাধ্যতামূলক মধ্যস্থতার দিকে ঠেলে দেওয়ার মানে হচ্ছে তাঁকে আইনি অধিকার থেকে বঞ্চিত করা। মধ্যস্থতায় কোনো একটি পক্ষ আপসে রাজি না হলে নির্যাতনের শিকার নারী পরে মামলা করে তা প্রমাণে বাধাগ্রস্ত হতে পারেন। এতে ভুক্তভোগীর হয়রানি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যৌতুক প্রতিরোধের জন্য দীর্ঘদিন আন্দোলন হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে যৌতুক প্রতিরোধে আইন হয়েছে। আইনে যৌতুককে দণ্ডণীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা ঠিক হবে না, যাতে যৌতুকের মতো অপরাধ সমাজে প্রশ্রয় পায়। আইনে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার বিধান যুক্ত করার মাধ্যমে যৌতুক, যৌতুকের কারণে সাধারণ জখমের মতো অপরাধকে কম গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাধ্যতামূলক বিচারপূর্ব মধ্যস্থতা নারীর ন্যায়বিচার পাওয়ার অধিকারকে প্রশ্নবিদ্ধ করবে। যৌতুক দাবি, যৌতুকের কারণে সাধারণ জখমের শিকার নারীদের সরাসরি আদালতের কাছে ন্যায়বিচার চাওয়ার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যা নারীর মানবাধিকার লঙ্ঘনের শামিল।

সার্বিক বিষয় বিবেচনা করে যৌতুক দাবি, যৌতুকের কারণে সাধারণ জখমের শিকার নারীদের মামলার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার বিধানটি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে অনুরোধ জানায় মহিলা পরিষদ। পাশাপাশি যৌতুকের মতো বিষয়টিকে সমাজ থেকে নির্মূলের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা বাড়ানোসহ সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • যৌতুকের মামলায় মধ্যস্থতার বিধান পুনর্বিবেচনা দাবি
  • যৌতুকের মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক করা নিয়ে মহিলা পরিষদের উদ্বেগ