লিওনেল মেসি যেন থামতেই জানেন না! যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর থেকে যেন মাঠে নামলেই নতুন ইতিহাস গড়ছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এবার তিনি গড়লেন এমএলএস-এর এক অনন্য রেকর্ড। টানা চার ম্যাচে একাধিক গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার এখন মেসি।

বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেন মেসি। তার দুর্দান্ত নৈপুণ্যে ২-১ গোলের জয় তুলে নেয় ফ্লোরিডার ক্লাবটি। ফলে ইস্টার্ন কনফারেন্সে পাঁচ নম্বরে উঠে আসে মায়ামি। যারা এখনও শীর্ষে থাকা এফসি সিনসিনাতির চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।

ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় প্রথম গোলটি করেন মেসি। আর ৩৮ মিনিটে সার্জিও বুসকেটসের নিখুঁত অ্যাসিস্ট থেকে আসে তার দ্বিতীয় গোল। মাত্র ১১ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

আরো পড়ুন:

মেসির জোড়া গোলে জিতলো মায়ামি

চার বছরের অপেক্ষার অবসান: বার্সার কাছ থেকে বকেয়া পাচ্ছেন মেসি

মেসি এখন চলতি মৌসুমে এমএলএস-এ করেছেন ১৪ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল ও একাধিক অ্যাসিস্ট। সর্বশেষ দুই ম্যাচে করেছেন চার গোল, এক অ্যাসিস্ট। শুধু তাই নয়, চারটি ম্যাচে টানা একাধিক গোল করে এমএলএস ইতিহাসে অনন্য উচ্চতায় উঠে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

নিউ ইংল্যান্ড যদিও আক্রমণে পিছিয়ে ছিল না। তারা নিয়েছিল ১৬টি শট, যার মধ্যে ৬টি ছিল অন টার্গেট। ৭৯ মিনিটে কার্লেস গিলের দুর্দান্ত এক দূরপাল্লার শটে ব্যবধান কমায় দলটি। তবে মায়ামির গোলরক্ষক উস্তারি ও রক্ষণভাগ ম্যাচের বাকি সময়ে দেয়াল হয়ে দাঁড়ায়।

মায়ামি এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১০ জয়ে সংগ্রহ করেছে ৩৫ পয়েন্ট। শীর্ষে থাকা সিনসিনাতির ৪২ পয়েন্টে। তবে মেসির দল তিনটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে নিউ ইংল্যান্ড ২০ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে একাদশ স্থানে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল গ ল কর

এছাড়াও পড়ুন:

জোড়া গোলে মেসির রেকর্ড, বড় জয় মায়ামির

ফিফা ক্লাব বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আবারও চেনা ছন্দে ফিরেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ফর্মে আছেন এই আর্জেন্টাইন মহাতারকা। বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে জোড়া গোল করে গড়েছেন ইতিহাস।

৩৮ বছর বয়সী মেসি এখন এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা চার ম্যাচে করেছেন একাধিক গোল। অর্থাৎ চার ম্যাচে করেছেন ঠিক আটটি গোল! ১৯৯৬ সালে শুরু হওয়া এমএলএসের ইতিহাসে আগে এমন কিছু কখনও দেখা যায়নি।

মেসির গোল উৎসব শুরু হয়েছিল মে মাসের শেষে, মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-২ গোলের জয়ে। এরপর কলম্বাসের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচেও জোড়া গোল করেছিলেন। এরপর ক্লাব বিশ্বকাপের কারণে কিছুদিন বিরতি। বিশ্বকাপে চার ম্যাচে মাত্র এক গোল করলেও ফিরে এসেই আবারও এমএলএসে জ্বলে উঠেছেন তিনি।

ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে ফের মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নামেন মেসি। সে ম্যাচে ৪-১ গোলের জয়ে আরও দুটি গোল করে ইতিহাস গড়ার মঞ্চ তৈরি করেন। আর সর্বশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গড়লেন অনন্য এক রেকর্ড।

জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। ১১ মিনিট পর সার্জিও বুসকেটসের দুর্দান্ত লং পাস থেকে গতিময় দৌড়ে গিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে দ্বিতীয়বারের মতো পরাস্ত করেন প্রতিপক্ষ গোলরক্ষক আলিয়াজ ইভাচিচকে।

এ ম্যাচে মায়ামির জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন গোলরক্ষক অস্কার উস্তারি। ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। তবে ৭৯ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস গিল তার বাঁধা ভেঙে একটি গোল শোধ করেন। তাদেও অ্যালেনদের কাছ থেকে বল কাড়ার পর দুর্দান্ত শটে ব্যবধান কমান গিল।

এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। তাদের পয়েন্ট এখন ৩৫, শীর্ষে থাকা এফসি সিনসিনাতির চেয়ে ৭ পয়েন্ট কম। তবে ক্লাব বিশ্বকাপ অংশগ্রহণের কারণে এখন পর্যন্ত তিনটি ম্যাচ কম খেলেছে মায়ামি।

চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচে মেসির গোল ১৪টি। লিগের শীর্ষ গোলদাতা স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন তিনি, যদিও সারিজ খেলেছেন ছয় ম্যাচ বেশি।

সম্পর্কিত নিবন্ধ

  • মেসি বিশেষ, ফুটবলের ইতিহাসেই সেরা: মাসচেরানো
  • জোড়া গোলে মেসির রেকর্ড, বড় জয় মায়ামির
  • জোড়া গোলে নতুন রেকর্ড মেসির, মাচেরানো বললেন, ইতিহাসেই সেরা