দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে ৯টি চালকল থেকে বিদ্যুতের মিটার চুরি হয়েছে। তবে সেখানে বিদ্যুতের খুঁটির নিচে চিরকুটে মুঠোফোন নম্বর দিয়ে গেছে চোর চক্র। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরামপুর গ্রাম ও নবাবগঞ্জ উপজেলা সদরে হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বুধবার দুপুরে মেসার্স তামিজ হাসকিং মিলের স্বত্বাধিকারী মো.

মনিরুজ্জামানসহ ভুক্তভোগীরা নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে তাঁরা বলেন, চিরকুটে লেখা নম্বরে যোগাযোগ করেছিলেন। মিটার ফিরে পেতে তিন হাজার থেকে আট হাজার টাকা দাবি করেছে চোর চক্র।

ভুক্তভোগী মো. মনিরুজ্জামান বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত চালকল মিলে বিদ্যুতের সংযোগ ছিল। পরে ওই রাতে বৃষ্টি শুরু হয়। তখন বাড়িতে শুয়েছিলাম। রাত তিনটার দিকে চালকল চালু করতে গিয়ে দেখি, কারেন্টের লাইন নেই। কারেন্টের পোলে গিয়ে দেখি মিটার নেই।’

মো. মনিরুজ্জামান আরও বলেন, ‘পরে গ্রামে খোঁজ নিয়ে জানতে পারি, মঙ্গলবার রাতে মনিরামপুর গ্রাম থেকে সাতটি ও উপজেলা শহরে হাসপাতালের সামনে একটি মহল্লার দুটিসহ বিদ্যুতের মোট নয়টি মিটার চুরি হয়েছে। আর বিদ্যুতের মিটার চুরির পর বিদ্যুতের প্রতিটি খুঁটির নিচে একটি চিরকুটে বিকাশ নম্বর দেওয়া ছিল। বিদ্যুতের খুঁটির নিচে রেখে যাওয়া চিরকুটে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করেছি। মিটার ফেরত দিতে চোর চক্র আমার কাছে আট হাজার টাকা দাবি করেছে।’

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন প্রথম আলোকে বলেন, উপজেলার দুটি এলাকায় বিদ্যুতের মিটার চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী ব্যক্তিদের শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ রক ট উপজ ল চ লকল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ