ঢাকার একঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’
Published: 12th, July 2025 GMT
জুলাই মানেই যেন লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে উৎসবের মাস। আর সেই উৎসবের প্রধান আকর্ষণ–‘আনন্দমেলা’। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় আয়োজিত হতে যাচ্ছে এই বর্ণাঢ্য আয়োজন। ১৯ ও ২০ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রবাসী বাঙালিদের এই সবচেয়ে বড় উৎসবের নবম পর্ব।
দুই দিনজুড়ে গান, নাচ, আবেগ আর দেশীয় সংস্কৃতির উচ্ছ্বাসে ভরে উঠবে লস অ্যাঞ্জেলেসের আকাশ। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন একঝাঁক তারকা– যাদের উপস্থিতিতে এবারের ‘আনন্দমেলা’ হয়ে উঠবে আরও প্রাণবন্ত, আরও জমজমাট। প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নেচে-গেয়ে মেতে উঠবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান ও নৃত্যশিল্পী আলিফ, গায়ক আর্নিক, আবু নাঈম, ইচ্ছাসহ অনেকেই। তাদের অনেকেই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
এর আগে আয়োজনটিতে হাজির হয়েছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ, পূর্ণিমা ও অপু বিশ্বাসের মতো অভিনেত্রীরা। গান গেয়ে মাতিয়েছেন তাহসান ও এস আই টুটুলের মতো গায়করাও। এই আয়োজনে এবার প্রথমবারের মতো গাইছেন প্রীতম হাসান। এতে পারফর্ম করার বিষয়ে নিশ্চিত করেছেন প্রীতম হাসান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে কনসার্ট করছি। আনন্দমেলাতেও পারফর্ম করব। অনেক বছর ধরে প্রবাসী বাংলাদেশিরা এই আনন্দঘন আয়োজন করে আসছে। তাদের সঙ্গে এবার আমিও আনন্দ ভাগাভাগি করতে গাইব।
আনন্দমেলার আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী। তিনি বলেন, ‘এটি পুরোপুরি নন প্রফিট একটি উদ্যোগ। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এই আনন্দমেলাই প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হয়। আমি মনে করি, বাংলাদেশের শিল্পীদের সরব উপস্থিতি এবারের উৎসবকে নতুন মাত্রা দেবে।’
আনন্দমেলা আয়োজনের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং প্রেসিডেন্ট শরীফ হাসিবুল জানান, ‘এই আয়োজন কোনো লাভের জন্য নয়। আমাদের মূল লক্ষ্য, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আত্মিক বন্ধন তৈরি করা এবং তাদের জন্য এমন একটি পরিসর তৈরি করা যেখানে তারা দু’দিন নিখাদ আনন্দে মেতে উঠতে পারেন।’ তারা জানান, দুই দিনের এই আয়োজনে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, থাকবে দেশীয় পণ্য, মুখরোচক খাবার, দেশীয় পোশাক এবং হস্তশিল্পের স্টল। বেলা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা।
আরও জানা গেছে, এবারের আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেক প্যারিস সিটি ক্যালিফোর্নিয়ার মেয়র মাইকেল ভার্গা ও লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট। এ ছাড়াও আমন্ত্রিত থাকছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক নাসির খান মৌ এবং প্রধান উপদেষ্টা শিপার চৌধুরী, কনভেনর দাউদ বাফাদিয়া এবং প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন জিয়া ইসলাম।
এবারের আনন্দমেলাও থাকবে সবার জন্য উন্মুক্ত। তাই বলা যায়, প্রবাসে থেকেও এক টুকরো বাংলাদেশকে ছুঁয়ে দেখার, আপন সংস্কৃতিকে উপলব্ধি করার এক অনন্য সুযোগ।
উৎস: Samakal
কীওয়ার্ড: লস অ য ঞ জ ল স লস অ য ঞ জ ল স র জন য প রব স আনন দ
এছাড়াও পড়ুন:
৬ কোটি টাকার টিকিট বিক্রি
চলতি বছরের তৃতীয় ছবি হিসেবে মাল্টিপ্লেক্সে ছয় কোটি টাকার টিকিট বিক্রি করল তানিম নূরের ‘উৎসব’। মুক্তির ৩৩ দিনে এ কীর্তি গড়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে এ টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি পেছনে ফেলেছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাকে।
সিনেমার নির্মাতা তানিম নূর প্রথম আলোকে বলেন, ‘মাল্টিপ্লেক্সের মতো সিঙ্গেল স্ক্রিন ও দেশের বাইরে এখনো বেশ ভালো চলছে ‘উৎসব’। তবে সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব কিছুটা জটিল ও সময়সাপেক্ষ হওয়াতে এখনো জানাতে পারিনি আমরা। আজ ৩৪তম দিন চলছে। গতকালও কয়েকটি হাউসফুল শো গেছে, আজকেও বেশ ভালো যাচ্ছে। সব মিলিয়ে এখনো দর্শকের দারুণ আগ্রহ দেখতে পাচ্ছি।’
দেশের মতোই ‘উৎসব’ চলছে বিদেশের মাটিতে। সিনেমাটি দেশের বাইরে মুক্তি পায় ২০ জুন। ১৭ দিনের হিসাব অনুযায়ী এটি শুধু উত্তর আমেরিকা থেকেই আয় করেছে ১ লাখ ৪৬ হাজার ডলার।
পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর দেখা গেল, কথাটা একেবারে মিথ্যা নয়। এবারের ঈদে ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।