মাটিরাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত
Published: 12th, July 2025 GMT
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলটির আরোহী। আজ শনিবার সকাল ৯টার দিকে মাটিরাঙা সেনা জোনসংলগ্ন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম দিবালা ত্রিপুরা (৪৫)। তিনি গুইমারা উপজেলার আরবারি এলাকার ধনচন্দ্র ত্রিপুরার স্ত্রী। একই দুর্ঘটনায় শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) নামের একজন আহত হয়েছেন। তিনি মোটরসাইকেলটির চালক এবং গুইমারা উপজেলার আরবারি এলাকার বাঁশিমোহন ত্রিপুরার ছেলে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে সকাল আটটায় ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মাটিরাঙ্গা সেনা জোনসংলগ্ন পাহাড়ে ওঠার সময় সেলাই প্রশিক্ষণকেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এ সময় মোটরসাইকেলে থাকা দিবালা ত্রিপুরা ও শ্যামল বিকাশ ত্রিপুরা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন এবং অপরজন হাসপাতালে ভর্তি করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে গেছেন। বাস ও মোটরসাইকেলটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কৃত্রিম দ্বীপে বর্ণিল এক্সপো
ছবি: প্রথম আলো