ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শ বছর উদ্‌যাপনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে দেড় শ বছর উদ্‌যাপনের থিম লোগো উন্মোচন, বৃক্ষরোপণসহ উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

জেলার এই প্রাচীন বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর প্রাচীন এই বিদ্যালয়ের দেড় শ বছর উদ্‌যাপনের উদ্যোগ নিয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ)। এ উপলক্ষে আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে উদ্‌যাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে থাকা স্কুলবাগানে দুটি বৃক্ষ রোপণ করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত লে.

জেনারেল সাজ্জাদুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার। পর্যায়ক্রমে বিদ্যালয় প্রাঙ্গণে দেড় শ বছর উদ্‌যাপনের নোটিশ বোর্ড স্থাপন ও উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রক্তাক্ত জুলাই স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে ‘সুন্দর পৃথিবীর জন্য আমরা’ স্লোগানে দেড় শ বছর উদ্‌যাপনের থিম লোগো উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অতিথিরা। পরে আবেশের সভাপতি সগীর আহমেদ অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা খালেদ হোসেন, আবেশের প্রধান পৃষ্ঠপোষক সাজ্জাদুল হক ও সভাপতি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান মোল্লা, সহসভাপতি মো. ইমাম শাহীন ও খায়রুল ইমাম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক তৌফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার প্রমুখ। অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন সরক র

এছাড়াও পড়ুন:

চুয়েট ছাত্রদলের খসড়া কমিটিতে থাকা শিক্ষার্থীদের শোকজ

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রদলের খসড়া কমিটিতে নাম থাকায় ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ৯টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এসব শিক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। ২৭ জুলাইয়ের মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীর উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চুয়েট ছাত্রদলের ৯ সদস্যের একটি কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর ওই কমিটি গঠনের প্রতিবাদে ও কমিটিতে থাকা নেতাদের শাস্তির দাবিতে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ফেসবুকে ছড়িয়ে পড়া তালিকা অনুযায়ী, ছাত্রদলের ঘোষিত কমিটির সভাপতি তড়িৎকৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ এবং সাধারণ সম্পাদক জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহসভাপতি চন্দন কুমার দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন এবং প্রচার সম্পাদক আহমেদ ইনতিসার।

তবে প্রকাশিত এ কমিটি স্থগিত করা হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার পুনরায় কমিটি ঘোষণার কথা থাকলেও তা এখনো প্রকাশ করা হয়নি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, এটি একটি খসড়া কমিটি ছিল। আপাতত সেটি স্থগিত করা হয়েছে। রাজনীতি-নিষিদ্ধ ক্যাম্পাসে কমিটি দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি যে কেউ যেকোনো সংগঠনের রাজনীতি করতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই এভাবে রাজনীতি নিষিদ্ধ করতে পারে না।’

গত বছরের ৭ আগস্ট চুয়েটের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পর্কিত নিবন্ধ

  • লস অ্যাঞ্জেলেসে মামুনুর রশীদের ‘তুম্বা ও প্রতিবেশী’
  • লস অ্যাঞ্জেলেসে মামুনুর রশীদের `তুম্বা ও প্রতিবেশী'
  • চুয়েট ছাত্রদলের খসড়া কমিটিতে থাকা শিক্ষার্থীদের শোকজ
  • নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই উপলক্ষ্যে মতামত গ্রহণ সম্পন্ন
  • রূপগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ছড়াকার এনায়েত হোসেনকে স্মরণ
  • কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন শুক্রবার
  • কুড়িগ্রামে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
  • প্রাক্তন প্রেমিকা সংগীতার জন্মদিনের পার্টিতে সালমান