জয়পুরহাটে একজন শিক্ষার্থী চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষায় শুধু গণিত বিষয়ে অংশ নিয়েছিল। কিন্তু প্রকাশিত ফলে তাকে দুটি বিষয়ে ফেল দেখানো হয়েছে।
আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী জিৎ চন্দ্র মহন্তের সঙ্গে এমনটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় সমালোচনার পাশাপাশি হাস্যরসের সৃষ্টি হয়েছে।
জিৎ চন্দ্র মহন্ত এবার বিদ্যালয়টির কারিগরি শাখার ফার্ম মেশিনারি ট্রেডের অনিয়মিত শিক্ষার্থী হিসেবে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জিৎ চন্দ্র ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় নবম শ্রেণিতে ভর্তি হয়। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে গণিতে ফেল করে। এ বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সে শুধু ওই বিষয়ে ফের পরীক্ষায় বসে। বৃহস্পতিবার ফল প্রকাশের পর জিৎ চন্দ্র মহন্ত অনলাইনে দেখে, সে গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে শুধু গণিত বিষয় উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জিৎ চন্দ্র মোহন্ত সাংবাদিকদের বলে, আমি ২০২৪ সালের পরীক্ষায় শুধু গণিতে ফেল করি। সেই অনুযায়ী এ বছর শুধু গণিত বিষয়েই পরীক্ষা দিয়েছি। কিন্তু ফলাফলে আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে।
শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। নম্বরপত্র (মার্কশিট) দেওয়ার সময় এটি ঠিক হয়ে যাবে বলে মনে করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম মিয়াকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আরো পড়ুন:
ভারতীয় ভ্যাকসিন-বীজ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে বালু উত্তোলন: ৯ জনকে কারাদণ্ড
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে লিল মিয়ার (৭৫) সঙ্গে বাকবিতণ্ডা হয় তার ছেলে জসিম উদ্দিনের। একপর্যায়ে ঘর থেকে কাঠ নিয়ে এসে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন জসিম উদ্দিন। এতে রক্তাক্ত হয়ে বৃদ্ধ লিল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জসিম উদ্দিনকে দায়ী করে ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। একই বছরের ২৭ আগস্ট একমাত্র আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয় এবং ২০২৪ সালের ৭ অক্টোবর তার বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩২৩ ধারায় চার্জ গঠন করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তি-তর্ক শেষে আজ আদালত জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান সন্তোষ প্রকাশ করে বলেছেন, এ রায়ের মাধ্যমে বাদী ন্যায়বিচার পেয়েছেন।
তবে, আসামিপক্ষের আইনজীবী নাজমুল হক রিটন বলেছেন, এ রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
ঢাকা/পলাশ/রফিক