জয়পুরহাটে একজন শিক্ষার্থী চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষায় শুধু গণিত বিষয়ে অংশ নিয়েছিল। কিন্তু প্রকাশিত ফলে তাকে দুটি বিষয়ে ফেল দেখানো হয়েছে।
আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী জিৎ চন্দ্র মহন্তের সঙ্গে এমনটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় সমালোচনার পাশাপাশি হাস্যরসের সৃষ্টি হয়েছে।
জিৎ চন্দ্র মহন্ত এবার বিদ্যালয়টির কারিগরি শাখার ফার্ম মেশিনারি ট্রেডের অনিয়মিত শিক্ষার্থী হিসেবে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জিৎ চন্দ্র ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় নবম শ্রেণিতে ভর্তি হয়। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে গণিতে ফেল করে। এ বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সে শুধু ওই বিষয়ে ফের পরীক্ষায় বসে। বৃহস্পতিবার ফল প্রকাশের পর জিৎ চন্দ্র মহন্ত অনলাইনে দেখে, সে গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে শুধু গণিত বিষয় উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জিৎ চন্দ্র মোহন্ত সাংবাদিকদের বলে, আমি ২০২৪ সালের পরীক্ষায় শুধু গণিতে ফেল করি। সেই অনুযায়ী এ বছর শুধু গণিত বিষয়েই পরীক্ষা দিয়েছি। কিন্তু ফলাফলে আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে।
শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। নম্বরপত্র (মার্কশিট) দেওয়ার সময় এটি ঠিক হয়ে যাবে বলে মনে করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না গ্লোবাল ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামি ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১২.৬২) আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২১.৬৯) টাকা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত ঋণাত্মক শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২১.৭৭) টাকায়।
করপোরেট এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা