রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি হিমাগারে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। এতে প্রায় ১৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি করেছে হিমাগার কর্তৃপক্ষ।

মোহনপুর উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে সোমবার (৪ আগস্ট) দিবাগত গভীর রাতে ডাকাতি হয়। হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল হিমাগারে হানা দেয়। তারা ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলেন। এরপর পাওয়ার হাউজ, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরাতন ধাতব মালামাল লুট করে নেয় ডাকাতরা। একইসঙ্গে শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান জানান, ডাকাতরা তালা ভেঙে যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউজের বিভিন্ন মালামাল নিয়ে যায়। ভোরে এক শ্রমিক কৌশলে হাত খুলে ফেলে এবং হুইসেল বাজান। তখন অন্য শ্রমিকরাও মুক্ত হন।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। তদন্ত চলছে। ডাকাতির ঘটনায় হিমাগারের কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’’ 
 

ঢাকা/কেয়া/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিশ্বের ৪ বিশ্ববিদ্যালয়ে ফুল ফাউন্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক

বিশ্বের স্বনামধন্য চার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী মাহামুদুল হাসান মেহেদী।

তিনি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত মো. মোস্তাফিজার প্রধান ও কল্পনা দম্পতির একমাত্র সন্তান তিনি।

‎তিনি এসএসসিতে জিপিএ ৫.০০ ও এইচএসসি জিপিএ ৪.৫০ পেয়েছেন। প্রতিভার স্বাক্ষর রেখেছেন নিজ বিভাগেও। তিনি স্নাতকে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৪ পেয়েছেন। পরে ৭ স্কোর পেয়ে আইইএলটিএস সম্পন্ন করেন তিনি। এ পর্যন্ত তার ১২টি গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়।

আরো পড়ুন:

ফরিদপুরে টিটিসি শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষ অবরুদ্ধ

পঞ্চগড়ে যুবক খুন: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

‎এছাড়া আন্তর্জাতিক ও ন্যাশনাল সম্মেলনে পোস্টার উপস্থাপনা করেছেন চারবার। বেরোবি শিক্ষক অধ্যপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের গবেষণ সহকারী কর্মরত তিনি।

‎তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি, মালেশিয়ার ইউনিভার্সিটি অফ তেরেঙ্গানু,‎থাইল্যান্ডের ইউনিভার্সিটি অফ থাম্মাসাত এবং টেস্ট টোকিও স্কলাশিপের অধীনে থাইলান্ডের ছয় বিশ্ববিদ্যালয়ে ফুল ফাউন্ডেড স্কলারশিপ পেয়েছেন। ‎তবে তিনি স্নাতকোত্তর ডিগ্রি জন্য ভর্তি হয়েছেন থাইল্যান্ডের ইউনিভার্সিটি অফ থাম্মাসাতের বায়োকেমিকেল ইন্জিনিয়ারিং বিভাগে।

‎এ বিষয়ে মাহামুদুল হাসান বলেন, “আমি মুলত তৃতীয় বর্ষ থেকে গবেষণার কাজ শুরু করি। এত কঠিন পরিশ্রমের পর যখন সফলতা এসেছে, তখন তো সবাই খুশি থাকে। শুক্রবার যখন নামাজ পড়ে ল্যাপটপটা চেক করে দেখি আমার স্কলারশিপের মেইল আসছে। তখনকার অনুভূতি বলে প্রকাশ করার মতো না।”

বেরোবি শিক্ষক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, “আমি খুবই খুশি। সে কঠোর পরিশ্রম করেছে। আমিও তাকে সাহায্য করেছি। এর ফলে সেই স্কলারশিপ পেয়েছে।”

উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, “প্রথমে তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি এ রকম উজ্জ্বল দৃষ্টান্ত অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়ুক। এটা আমি প্রত্যাশা করি।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ