রোদ্দুর কাঁদে নিঃশব্দে, বৃষ্টিও পাতার আড়ালে
যেমন মায়ের অশ্রু লুকানো থাকে শাড়ির আঁচলে
মধ্যরাতে যমজ শিশু কাঁদে ঘুম ভাঙা অসম্পূর্ণ স্বপ্নে।
চোখের ভেতরেই থাকে সভ্যতার জলজ ইতিহাস
চোখের ভেতরেই লেক অন্টারিও বা লেক মিশিগান
শিশিরবিন্দুগুলো সকালের ঘুমভাঙা অশ্রু
প্রশান্ত মহাসাগরের নোনাজল
কান্নার মুখবন্ধ কে লিখেছিল প্রথম?
নারী না পুরুষ—কে প্রথম কাঁদিয়েছে কাকে?
যে কাঁদায় সে জানে না কান্নার কষ্ট, অথচ সে–ও কাঁদে।
যে কাঁদে সে–ও কি জানে কাঁদানোর তৃপ্তি?
অন্যকে কাঁদিয়ে রুপালি রেকাবিতে
আনন্দ অশ্রু পান করে
অবিকল মানুষের মতো মানুষেরা।
হায়! জীবন!
জীবন এক অমীমাংসিত দোষারোপ।
বেহিসাব অশ্রুপাতের মাপজোখ নেই বলেই
পৃথিবীর সব নদী ও সমুদ্রের খেরো খাতা
অবিরল অশ্রুপাত।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এমপিওভুক্ত শিক্ষকদের বাসাভাড়া বেড়েছে, পরিপত্র জারি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাসাভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষকেরা এখন থেকে দেড় হাজার টাকা বাসাভাড়া পাবেন। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভাড়া বৃদ্ধির পরিপত্র প্রকাশ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার পরিপত্রে এ–সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুনসহকারী শিক্ষকের বেতন কম্পিউটার অপারেটরের সমান, কলেজ অধ্যাপকের যুগ্ম সচিবেরও নিচে৪ ঘণ্টা আগেপরিপত্রে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে ১ হাজার টাকা হতে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।’ শর্তে বলা হয়েছে, ‘এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা–সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।’ প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে।
আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা৯ ঘণ্টা আগে