লর্ডসে প্রথম, মিরপুরে শততম টেস্ট মুশফিকুর
Published: 4th, October 2025 GMT
মুশফিকুর রহিমের অপেক্ষার প্রহর তাহলে ফুরাতে যাচ্ছে। ১০০তম টেস্ট খেলার প্রবল ইচ্ছা ছিল তার। ২০০৫ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তার পথচলা শুরু হয়েছিল সাদা পোশাকের ক্রিকেটে। অনেক পথ পেরিয়ে তিনি এখন শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে।
সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ১০০তম টেস্ট খেলবেন মুশফিকুর। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এমন কীর্তি করতে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত খেলেছেন ৯৮ টেস্ট।
আরো পড়ুন:
মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক
এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, থাকবেন মুশফিকুর-মাহমুদউল্লাহও
৬ নভেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। মুশফিকুরের সেই ম্যাচটি হবে ৯৯তম। পরের ম্যাচ ১৯ নভেম্বর মিরপুরে। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটার তিন সংখ্যায় প্রবেশ করবেন তিনি।
অন্য দুই ফরম্যাট ছাড়লেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তার। শততম টেস্ট খেলেই থমকে যেতে চান না।
আয়ারল্যান্ডের বিপক্ষে পরে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে চট্টগ্রামে। ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরের দিন আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
দুই দলের এটাই প্রথম পূর্ণাঙ্গ টুর্নামেন্ট হতে যাচ্ছে। এর আগের ২০২৩ সালে আয়ারল্যান্ড বাংলাদেশে এসে একটি টেস্ট খেলেছিল। যেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে।
ঢাকা/ইয়াসিন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুশফিকের সম্ভাব্য ১০০তম টেস্ট মিরপুরে
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। মাইলফলকের সেই ম্যাচটি মুশফিক খেলতে পারেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে দুটি টেস্ট খেলবে আইরিশরা। তাতেই মিরপুরে শততম টেস্ট খেলার সুযোগ সুযোগ সৃষ্টি হয়েছে মুশফিকের।
দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সিলেটে, দ্বিতীয়টি মিরপুরে। সিলেটে সিরিজের প্রথম টেস্টটি হবে মুশফিকের ৯৯তম। সবকিছু ঠিক থাকলে মিরপুরেই শততম টেস্ট খেলবেন ২০০৫ সালে টেস্ট অভিষিক্ত মুশফিক।
৯৮ টেস্ট খেলে এখন পর্যন্ত ১২ সেঞ্চুরিতে ৬,৩২৮ রান করেছেন ৩৮ পেরোনো এই ব্যাটসম্যান। ওয়ানডে ও আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া মুশফিক শুধু টেস্ট থেকেই এখনো অবসর নেননি।
আগামী ৬ নভেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর।
আরও পড়ুনটি–টোয়েন্টিতে ‘ডটের রাজা’ এখন মোস্তাফিজ৪ ঘণ্টা আগেঢাকায় টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলে টি-টোয়েন্টি খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর এই সংস্করণের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
এবারই প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০২৩ সালের এপ্রিলে দুই দলের একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।