জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৭
Published: 5th, October 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাইবিরোধী সেনাবাহিনী ও র্যাব-২ এর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান, শনিবার (৪ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
আরো পড়ুন:
পূজামণ্ডপে নাশকতার চেষ্টায় ১৯ দুষ্কৃতিকারী গ্রেপ্তার: র্যাব মহাপরিচালক
নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে হামলায় আহত র্যাব সদস্যরা
গ্রেপ্তাররা হলেন- মো.
র্যাব জানায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তথ্য পায় র্যাব।
ফলে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযান পরিচালনা করা হয়।
ঢাকা/এমআর/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য ন ছ নত ই
এছাড়াও পড়ুন:
পুরুষ ও মহিলা কাবাডি দলকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুরুষ ও মহিলা কাবাডি দলকে আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার রাতে (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক দুই দলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচার ও প্রসারে ক্রীড়ামুখী ও তারুণ্যবান্ধব এই উদ্যোগ নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
দেশীয় ও ঐতিহ্যবাহী ক্রীড়ার উন্নয়ন ও প্রতিভা বিকাশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. জাকারিয়া ইমতিয়াজ রবিবার বলেন, খেলাধুলা থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলায় সবকিছুই এখন সুশৃঙ্খলভাবে চলছে। এই বিষয়ে জেলা প্রশাসকের অনেক অবদান আছে।
তিনি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামের সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বরাদ্দের ব্যবস্থা করেছেন। দ্রুতই ফুটবল মাঠ সংস্কার হবে।