আড়ং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস অ্যাসোসিয়েট’ (রেগুলার অ্যান্ড ঈদ স্টাফ) পদে কর্মী নিয়োগ দেবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের সুযোগ ১৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা৪ ঘণ্টা আগে

প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
বিভাগ: আউটলেট (রেগুলার অ্যান্ড ঈদ স্টাফ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: খণ্ডকালীন (পার্টটাইম)
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;
কর্মস্থল: সাভার, ঢাকা
কর্মক্ষেত্র: আউটলেটে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আরও পড়ুনচার দিনের কর্মসপ্তাহ: স্বপ্ন, বাস্তবতা না অর্থনীতির ঝুঁকি২ ঘণ্টা আগে

আবেদনের যোগ্যতা—

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।  

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনজেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিসেম্বরজুড়ে আড়ংয়ে চলবে কারুশিল্পের উৎসব

বাংলাদেশের কারুশিল্প, ঐতিহ্য আর শীতের উৎসবমুখর আবহকে সামনে রেখে আড়ং আয়োজন করেছে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫: কারুশিল্পের উৎসব’। এ আয়োজনের অংশ হিসেবে ডিসেম্বরজুড়ে আড়ংয়ের তেজগাঁও আউটলেট রূপ নেবে এক প্রাণবন্ত উৎসবস্থলে, যেখানে দেশের কারুশিল্পী, ক্রেতা ও কমিউনিটি একত্রে উদ্‌যাপন করবে জামদানি, নকশিকাঁথা, হ্যান্ড এমব্রয়ডারি, গয়না, রিকশা আর্টসহ নানা কারুকর্মের ঐতিহ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার প্রায় পাঁচ দশক ধরে আড়ংয়ের যাত্রাকে এগিয়ে নেওয়া গ্রামীণ কারুশিল্পীদের দক্ষতা, গল্প এবং তাঁদের সৃষ্টিকে তুলে ধরতেই এবারের আয়োজন। উৎসব চলাকালে তেজগাঁও আউটলেট রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। প্রতি সপ্তাহে থাকছে আলাদা থিম—পিঠা উৎসব, ঠান্ডা বিটস, বিয়ে উৎসব ও শীর্ষ শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট।

পরিবারবান্ধবভাবে সাজানো উৎসবে রয়েছে পিঠা, ফুচকা, চটপটি, কাবাবসহ জনপ্রিয় স্ট্রিট ফুডের ফুডকার্ট, শিশুদের জন্য কিডস জোন, টেরাকোটা টেলসে কার্নিভ্যাল গেমস, লাইভ মিউজিক এবং ডু ইট ইয়োরসেলফ ক্র্যাফট জোন। দর্শনার্থীরা নতুনভাবে সাজানো আড়ং জোনে ডিজিটাল অভিজ্ঞতাও উপভোগ করতে পারবেন।

আড়ংয়ে চলছে কারুশিল্প উৎসব। উৎসবে থাকছে সংগীত পরিবেশনাসহ নানা আয়োজন

সম্পর্কিত নিবন্ধ

  • মেডিকেল-ডেন্টালে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু
  • ডিসেম্বরজুড়ে আড়ংয়ে চলবে কারুশিল্পের উৎসব