আবার বেড়েছে সোনার দাম, ভরি দুই লাখ টাকা ছুঁই ছুঁই
Published: 4th, October 2025 GMT
দেশে সোনার দাম এখন দুই লাখ টাকা ছুঁই ছুঁই করছে। আজ শনিবার দেশের বাজারে সোনার দাম আরেক দফা বেড়েছে। তাতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৭ টাকা। দেশের বাজারে এখন পর্যন্ত এটিই সোনার সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানায়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় নতুন করে দর সমন্বয় করা হয়েছে। সোনার নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
এর আগে সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর সোনার দাম বেড়ে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় ওঠে। এই কয়েক দিন এ দামেই সোনা বিক্রি হয়েছে। আজকের মূল্যবৃদ্ধির আগপর্যন্ত এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দেশের বাজারে আগামীকাল রোববার থেকে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ১ লাখ ৯৭ হাজার ৫৭৭ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকায় বিক্রি হবে।
এদিকে আজ শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকায় বিক্রি হয়েছে।
সেই হিসাবে আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২২৯ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯৯ টাকা এবং ১৮ ক্যারেটে ১ হাজার ৭৯৬ টাকা দাম বাড়বে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৫২৮ টাকা বাড়বে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবারও যোগ করা সময়ে গোল খেয়ে হারল লিভারপুল, এবার চেলসির কাছে
চেলসি ২: ১ লিভারপুল
দেজা ভুঁ কাকে বলে টের পেল লিভারপুল। সাত দিন আগে দক্ষিণ লন্ডনে হওয়া অভিজ্ঞতা আবারও হলো দলটির, এবার পশ্চিম লন্ডনে। শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জেতাটাকে অভ্যাস বানিয়ে ফেলা লিভারপুল এখন মুদ্রার উল্টো পিঠ দেখছে।
গত সপ্তাহে সেলহার্স্ট পার্কে সপ্তম মিনিটে গোল খেয়ে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। আর্নে স্লটের দল আজ একই ব্যবধানে হারল স্টামফোর্ড ব্রিজে। এবার যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে চেলসিকে ২-১ গোলে জিতিয়েছেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এস্তেভাও।
ম্যাচের প্রথম গোলটিও দিয়েছিল চেলসি। ১৪ মিনিটে দারুণ এক দূরপাল্লার শটে গোল স্বাগতিকদের এগিয়ে দেন মোইজেস কাইসেদো। ৬৩ মিনিটে দমিনিক সবোসলাইয়ের ক্রস আলেকসান্দার ইসাকের পা ঘুরে কোডি গাকপোর কাছে যায়। ডাচ ফরোয়ার্ড সমতা ফেরাতে ভুল করেননি।
কুকুরেয়ার পাস থেকে গোল করছেন এস্তেভাও