সোনার দাম বাড়ছেই, এবার ভরিতে ৭ হাজার টাকা বাড়বে
Published: 8th, October 2025 GMT
অনেকটা পাগলা ঘোড়ার মতো ছুটছে সোনার দাম। আগামীকাল বৃহস্পতিবার থেকে আবার সোনার দাম ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ছে। এ নিয়ে দেশের বাজারে টানা তিন দিন সোনার দাম বাড়ছে। তাতে সোনার সর্বোচ্চ দামের আরেকটি নতুন রেকর্ড হবে।
এবার একবারেই সোনার ভরিপ্রতি দাম বাড়ছে ৬ হাজার ৯০৬ টাকা। তাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৯ হাজার টাকা দাঁড়াবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোনার দামের পাশাপাশি রুপার দামও বাড়ছে। তাতে ভালো মানের এক ভরি রুপার দাম দাঁড়াবে প্রায় পাঁচ হাজার টাকা, যা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি।
আজ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম সমন্বয় করার এই ঘোষণা দিয়েছে। নতুন দর কাল বৃহস্পতিবার কার্যকর হবে। দাম বাড়ানোর পেছনে জুয়েলার্স সমিতি বরাবরের মতো তেজাবি সোনার (খাঁটি সোনা) মূল্যবৃদ্ধির কথা বলছে। মূলত বৈশ্বিক বাজারে টানা মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দাম বাড়ছে বলে মনে করা হয়। আজ আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম চার হাজার ডলার ছাড়িয়ে গেছে, যা ইতিহাসের সর্বোচ্চ দর।
চলতি সপ্তাহে চার দফা সোনার দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। তার মধ্যে গত মঙ্গলবার ভরিতে দুই লাখ টাকার মাইলফলকে পৌঁছায়। আজ সেটি বেড়ে হয় ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা হয়। অথচ ২৬ মাস আগে সোনার দাম ছিল ১ লাখ টাকা ভরি।
সোনার মূল্যবৃদ্ধির কারণে কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।
আজ বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৬ হাজার ৯০৬ টাকা, ২১ ক্যারটে ৬ হাজার ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেটে ৫ হাজার ৬৫৭ টাকা বাড়বে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বাড়বে ভরিতে ৩ হাজার ৫৬ টাকা।
জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, মূল্য বৃদ্ধি পাওয়ায় কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৭১ এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হবে ৩ হাজার ৫৬ টাকা ভরি। কাল থেকে ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ২৯৭ টাকা বাড়ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২২ ক য র ট র ১৮ ক য র ট ২১ ক য র
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বলাৎকারের অভিযোগ মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনি
সিদ্ধিরগঞ্জে দশ বছরের এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ পেলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার প্রিন্সিপালকে গণপিটুনি দেয়।
বুধবার (৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ওই মাদরাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি দেখিয়ে তৃতীয় তলার বাথরুমে নিয়ে দশ বছরের এক ছাত্রকে বলাৎকার করেন।
ঘটনাটি পরদিন ছাত্রটি মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে জানালে তিনি কাউকে কিছু না বলতে ভয় দেখান বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি বুধবার রাতে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ক্ষিপ্ত এলাকাবাসী রাত পৌনে ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক ও প্রিন্সিপালকে ধরে গণপিটুনি দেয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এলাকাবাসী উত্তেজিত ছিল। অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।