মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি
Published: 9th, October 2025 GMT
ঢাকার যাত্রাবাড়ীতে মার্কেট থেকে স্বর্ণ চুরির রেশ কাটতে না কাটতেই এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাতে মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান এ স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় শপিং মলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দোকান খোলার পর চুরির ঘটনাটি প্রথম নজরে আসে। গত রাতে ওই দোকান থেকে শোকেসে রাখা সমস্ত স্বর্ণালঙ্কার চুরি করা হয়।
খবর পেয়ে রমনা থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তারা শপিং মলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং চোরদের ধরতে একাধিক দল কাজ শুরু করেছে। শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে, যার তদন্ত করা হবে। যাত্রাবাড়ীর ঘটনার সঙ্গে এই চুরির কোনো যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।"
এদিকে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শপিং মল থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনায় দোকান মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানিয়েছেন।
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ চ র
এছাড়াও পড়ুন:
ওয়াহিদ জামানের চিত্রকর্ম নিয়ে উদ্বোধন হলো আর্ট গ্যালারি প্যালেটের
শিল্পপ্রেমীদের জন্য আরও সুখবর নিয়ে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন অ্যাভিনিউতে যাত্রা শুরু করেছে আর্ট গ্যালারি প্যালেট।
গত ২৭ সেপ্টেম্বর স্বনামধন্য চিত্রশিল্পী ওয়াহিদ জামানের শতাধিক চিত্রকর্ম নিয়ে একক প্রদর্শনীর মাধ্যমে প্যালেট আর্ট গ্যালারির উদ্বোধন করা হয়। দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে উঠেছিল উৎসবমুখর। দুই শতাধিক দর্শনার্থী প্রদর্শনী দেখতে গিয়েছেন উদ্বোধনী দিনেই।
ওয়াহিদ জামানের চিত্রকর্ম দেখছেন একজন দর্শক