নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর এক আরোহী।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ এবং সেটির চালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে।

নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মজিববাগ এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

মোটরসাইকেলের ধাক্কায় আহত কিশোরের মৃত্যু 

প্রভাত নামে এক প্রতক্ষদর্শী বলেন, “একটি মোটরসাইকেলে করে তিন যুবক যাচ্ছিলেন। আদমজী ইপিজেডের সামনে দুটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন মোটরসাইকেলটির চালক। এসময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিন জনই সড়কে পড়ে যান। সেসময় দ্রুত গতিতে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজন আহত হন।”

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি জব্দ ও সেটির চালককে আটক করা হয়েছে।”

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি কারাগারে

সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আসামি আব্দুল মমিন (৪২) এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শাহ্ মোহাম্মদ জাকির হাসান এই আদেশ দেন। অভিযুক্ত আব্দুল মমিন সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মমিনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা (নম্বর: ৪৯৯/২৪) দায়ের করেন।

এই মামলায় আব্দুল মমিন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বুধবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে, বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রমতে, আব্দুল মমিন দীর্ঘ দিন ধরে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এমনকি, কাবিন করার আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষরও নেন তিনি।

তবে বিয়ের সময় ঘনিয়ে এলে মমিন বিয়ে করতে অস্বীকার করেন। এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েন।

মমিন পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর নামে অপপ্রচার চালান এবং শারীরিক সম্পর্কের সময় ধারণ করা ভিডিও ও অডিও প্রকাশের হুমকি দেন। সর্বশেষ গত ১২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে মানহানির চেষ্টা করা হলে, পরদিন (১৩ জুলাই) ভুক্তভোগী নারী জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মামলাটি তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর উপ-পরিদর্শক হজরত আলী জানান, ভুক্তভোগীর কাছ থেকে ধর্ষণের আলামত হিসেবে কিছু ভিডিও ফুটেজ ও অডিও কল রেকর্ড সংগ্রহ করে আদালতে জমা দেওয়া হয়েছে। এসব আলামতের ভিত্তিতেই আদালত পূর্বে মমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

এদিকে, এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত মমিনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং ভুক্তভোগী নারী যেন ন্যায়বিচার পান, সেই আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সতর্কতামূলক প্রচারাভিযান 
  • বিএনপির মনোনীত প্রার্থী মাসুদের পক্ষে আনুর নেতৃত্বে ‎শহরে গণসংযোগ
  • ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলা, কথিত বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ
  • বন্দরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল 
  • নারায়ণগঞ্জে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
  • দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী সালমার স্বপ্নপূরণে ডিসি জাহিদুলের সহায়তা
  • মাসুদ ভাই আপনাদের উন্নয়নে, সমস্ত কর্মকাণ্ডে পাশে থাকবেন : সজল
  • সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি কারাগারে
  • সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি নাদিম গ্রেপ্তার
  • এনজিবির উদ্যোগে সিদ্ধিরগঞ্জে মশক নিধন কর্মসূচি