কুষ্টিয়ায় জেলা প্রশাসকের চালের বাজার তদারকি
Published: 16th, January 2025 GMT
কুষ্টিয়ায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান চালের লাগাতার দাম বৃদ্ধির কারণে বাজার তদারকি করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে টাস্কফোর্স কমিটি শহরের বড়বাজার ঘুরে চালের দাম যাচাই ও মুনাফার হার তদারকি করেন। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় মূল্যের রশিদ মনিটরিং করেন।
গত ১৮ ডিসেম্বর কুষ্টিয়ার মোকামে উৎপাদিত সব ধরনের চাল মিলগেটে কেজি প্রতি এক টাকা করে কমিয়ে বিক্রির ঘোষণা দেন জেলা প্রশাসক। এর আগে মতবিনিময় সভায় মিলমালিকেরা এ দাম কমানোর সিদ্ধান্ত নেন কিন্তু তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মিলগেট থেকে খুচরা বাজারে আগের দামে সব রকম চাল বিক্রি হচ্ছে। বরং চালের বাজার আরো ঊর্ধ্বমুখী হচ্ছে।
খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, আগের দামেই মিলগেটে চাল বিক্রয় হচ্ছে। এ নিয়ে বাজারে আসা সাধারণ ক্রেতারাও প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে ভরা মৌসুমে এভাবে চালের দাম বাড়ার যৌক্তিকতা নেই। ধানের দাম বৃদ্ধিকে দোষারোপ করছেন মিল মালিকরা।
আরো পড়ুন:
রাজশাহী বিভাগে আমন সংগ্রহ সফল হবে: খাদ্য বিভাগ
চাল ব্যবসায়ীদের সহযোগিতা নিশ্চিত করা হবে: বাণিজ্য উপদেষ্টা
বাজার তদারকি শেষে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা জানিয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘‘চালের বাজারের প্রকৃত চিত্র বের করতে চাচ্ছি। কোথায় অসামঞ্জস্য, কেন দাম বাড়ছে বলে অভিযোগ আসছে। সেজন্য খুচরা পর্যায়ে ও মিলগেটে তদারকির মাধ্যমে ক্রসচেক করা হচ্ছে।’’
তিনি জানান, বাজারে আমদানি করা চালের দাম কম। তাহলে আদৌও চালের দাম বাড়ার যৌক্তিকতা আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে। যদি তদারকিতে চালের দাম বাড়ার যৌক্তিকতা না থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরো বলেন, ‘‘অনিয়ম আছে কি-না আমি এখনি তা বলতে চাচ্ছি না। ম্যাজিস্ট্রেটরা ভাউচার সংগ্রহ করেছেন। তারা ক্রসচেক করার পর আমরা বুঝতে পারব কেউ আসলে কারসাজি করেছে কি-না কিংবা কোনো সিন্ডিকেট আছে কি নেই? যদি প্রমাণ খুঁজে পাই, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজিউর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন ব যবস
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিকে জেলেনস্কি ‘সমতাভিত্তিক’ বলার পরই ইউক্রেনে রাশিয়ার হামলা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ঐতিহাসিক খনিজ সম্পদ চুক্তিটি উভয় পক্ষের জন্যই ‘সমান সুযোগ’ সৃষ্টি করেছে। যদিও এতে কিয়েভের জন্য কোনো সুনির্দিষ্ট নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়নি।
জেলেনস্কির এই বক্তব্যের কিছুক্ষণ পরই রাশিয়া ইউক্রেনের শিল্পনগরী জাপোরিঝঝিয়ায় বড়সড় ড্রোন হামলা চালায়। হামলায় সোভিয়েত যুগের একটি আবাসিক ভবন লন্ডভন্ড হয়ে গেছে। এতে আহত হয়েছেন ১৪ জন।
এমন সময় এ হামলার ঘটনা ঘটল, যখন জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দীর্ঘ কয়েক মাসের আলোচনা শেষে গত বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অধীনে দেশ দুটি যৌথভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উন্নয়ন এবং এ খাতে বিনিয়োগ করবে।
জেলেনস্কি বলেন, আলোচনার সময় চুক্তির ধারা মোটামুটি অনেকটাই পরিবর্তিত হয়েছে। প্রকৃতপক্ষে একটি সমতাভিত্তিক চুক্তি হয়েছে, যা ইউক্রেনে উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
আরও পড়ুনইউক্রেনে কী কী গুরুত্বপূর্ণ খনিজ আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পর্কে কী জানা গেল১৮ ঘণ্টা আগেজেলেনস্কি আরও বলেন, ‘এ চুক্তির অধীনে কোনো ঋণ নেই। একটি পুনর্গঠন তহবিল গঠন করা হবে, যা ইউক্রেনে বিনিয়োগ করবে এবং সেখান থেকে তাঁর দেশ আয় করবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা ছিল। কিন্তু হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে মতবিরোধ দেখা দিলে আলোচনা থেমে যায়।
ইউক্রেন আশা করছে, এই চুক্তি ভবিষ্যতে দেশটিতে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার পথ সুগম করবে, যাতে রুশ হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়।
তবে চুক্তিটি এখনো ইউক্রেনের আইনসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুনকয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর ইউক্রেন–যুক্তরাষ্ট্র চুক্তি সই০১ মে ২০২৫