লাইফ কেয়ার ও সিডিএর বিরুদ্ধে চক্রান্তকারীদের শাস্তির দাবি
Published: 12th, July 2025 GMT
ভিত্তিহীন অভিযোগ তুলে সিডিএ সংস্থা ও লাইফ কেয়ার ডায়াগনস্টিকের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে—এমন দাবি তুলে অপপ্রচারকারীদের শাস্তি দাবি করেছেন সংশ্লিষ্টরা। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
একটি নির্দিষ্ট গোষ্ঠীর মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের বিরুদ্ধে সিডিএ সংস্থা ও বাসাবোর লাইফ কেয়ার ডায়াগনস্টিক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিডিএ নির্বাহী পরিচালক মো.
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ জুলাই ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে কয়েকজন ব্যক্তি সিডিএ সংস্থা ও বাসাবোর লাইফ কেয়ার ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি প্রত্যাখ্যান করে সিডিএ ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, উক্ত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং একজন এনজিও ব্যক্তিত্ব মো. ইসহাক আলী মনিকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।
বক্তারা জানান, লাইফ কেয়ার ডায়াগনস্টিক বাসাবো শাখা স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের কোনো আর্থিক লেনদেন বা সরঞ্জাম ক্রয়ের সঙ্গে অভিযুক্তদের কোনো সংশ্লিষ্টতা নেই।
এছাড়া বলা হয়, কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে এনজিও ব্যক্তিত্ব ইসহাক আলী মনির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে, যা এক ধরনের উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি।
উৎস: Samakal
কীওয়ার্ড: গনস ট ক
এছাড়াও পড়ুন:
নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন
অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই।
ব্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।
আরো পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ উদ্যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল।
বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।
ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’।
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন