সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের তৈরি ‘হিমার্স’ মোতায়েন করেছে তাইওয়ান
Published: 12th, July 2025 GMT
চীনের যেকোনো ধরনের হামলা প্রতিহত করার লক্ষ্যে সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান। এই মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণব্যবস্থা ‘হিমার্স’ (এইচআইএমএআরএস) মোতায়েন করেছে স্বায়ত্তশাসিত দ্বীপটি। আজ শনিবার তাইওয়ানের মধ্য উপকূলের কাছে তাইচুং শহরে এইচআইএমএআরএস-যুক্ত দুটি ট্রাক দেখা যায়।
তাইওয়ান প্রতিবছর ‘হ্যান কুয়াং’ নামে সামরিক মহড়া চালায়। তবে এবারের মহড়া সবচেয়ে বিস্তৃত আকারে চালানো হচ্ছে। আজ ছিল ১০ দিনের এই মহড়ার চতুর্থ দিন। সামনের দিনগুলোতে মহড়ায় কিছু অস্ত্রের ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে মহড়ায় যোগ দিতে পারে বিমানবাহিনীর উড়োজাহাজ ও নৌবাহিনীর আরও নৌযান।
তাইওয়ানের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল চেন লিয়ান-জিয়া বলেন, এইচআইএমএআরএস থেকে রকেট উৎক্ষেপণের আগপর্যন্ত এই উৎক্ষেপণব্যবস্থা শত্রুর চোখ থেকে আড়ালে রাখতে হবে। তবে এ অঞ্চলের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন, যুদ্ধের মতো এই মহড়ায় এইচআইএমএআরএস মোতায়েন ঘনিষ্ঠভাবে নজরে রাখা হচ্ছে।
গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে তাইওয়ান। বিগত পাঁচ বছরে দ্বীপটি ঘিরে সামরিক চাপও বাড়িয়েছে বেইজিং। এই মহড়াকে ‘ধোঁকাবাজি’ বলে উল্লেখ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চীনের দাবি নাকচ করে আসছে তাইওয়ান। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ভাষ্যমতে, তাইওয়ানের মানুষেরাই কেবল তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।
গত বছর প্রথম চালানে যুক্তরাষ্ট্র থেকে ১১টি এইচআইএমএআরএস পায় তাইওয়ান। মোট ২৯টি এই রকেট উৎক্ষেপণব্যবস্থা পাওয়ার কথা রয়েছে তাদের। গত মে মাসে এইচআইএমএআরএস থেকে পরীক্ষামূলকভাবে প্রথম রকেট উৎক্ষেপণ করে তাইওয়ান। এগুলো প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম। ফলে এইচআইএমএআরএস ব্যবহার করে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানে হামলা চালাতে পারবে তাইওয়ান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাসিক না হওয়ার কারণ
মেনোপজের আগে মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণ
গর্ভধারণ ও স্তন্যদান।
জন্মনিয়ন্ত্রণের জন্য পিল কিংবা অন্যান্য দীর্ঘমেয়াদি পদ্ধতি ব্যবহার।
অতিরিক্ত কম বা বেশি ওজন, অতিরিক্ত ভারী ব্যায়াম কিংবা অতিরিক্ত মানসিক চাপ।
থাইরয়েড হরমোনের ঘাটতি কিংবা আধিক্য, পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিংবা অন্য যেসব রোগের কারণে হরমোনের তারতম্য হয়।
ডিম্বাশয়ের টিউমার কিংবা ডিম্বাশয় বা জরায়ুতে কোনো অস্ত্রোপচার।
উচ্চ রক্তচাপ, অ্যালার্জি, বিষণ্নতা এবং অন্যান্য মানসিক সমস্যায় ব্যবহৃত ওষুধ।
কেমোথেরাপি, রেডিওথেরাপি।
ডিঅ্যান্ডসির (ডায়ালেশন ও কিউরেটেজ নামের একটি অস্ত্রোপচারপদ্ধতি) মাধ্যমে গর্ভপাত।
আরও পড়ুনমাসিকের সময় তলপেটে ব্যথা হয় কেন? ২৩ এপ্রিল ২০২৫কৈশোরে মাসিক শুরু না হওয়ার কারণনির্দিষ্ট বয়সে পৌঁছেও যাঁর মাসিক শুরু হয়নি, তাঁর জন্য কারণটা হতে পারে জিনগত। নারীর জন্য প্রয়োজনীয় হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে যেসব গ্রন্থি, সেসবের অস্বাভবিকতাও থাকতে পারে কারও কারও ক্ষেত্রে। যোনিপথ বা অন্যান্য প্রজনন অঙ্গের গঠনগত ত্রুটিও থাকতে পারে।
কত দিন মাসিক না হওয়া অস্বাভাবিকদু–এক মাস যদি মাসিক না হয়, তাতে ভয়ের কিছু নেই। কত দিন মাসিক না হওয়া অস্বাভাবিক, অর্থাৎ কখন নেবেন চিকিৎসকের পরামর্শ, জেনে নেওয়া যাক।
১৪ বছর বয়সে পৌঁছেও যদি কারও মাসিক শুরু না হয় এবং বয়ঃসন্ধির অন্য কোনো চিহ্নও না দেখা যায়।
বয়ঃসন্ধির অন্যান্য চিহ্ন থাকলে অবশ্য ১৬ বছর পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। এ ক্ষেত্রে ১৬ বছরে পৌঁছে মাসিক না হলে বিষয়টিকে অস্বাভাবিক ধরে নিতে হবে।
যাঁর নিয়মিত মাসিক হয়, তাঁর যদি অন্তত তিন মাস মাসিক বন্ধ থাকে, তাহলে সেটির কারণ খুঁজতে হবে।
যাঁর মাসিক অনিয়মিত, তাঁর ক্ষেত্রে অন্তত ছয় মাস মাসিক বন্ধ থাকলে সেটিকে অস্বাভাবিকভাবে মাসিক বন্ধ হওয়া বলে ধরে নিতে হবে।
আরও পড়ুনঅনিয়মিত মাসিক কেন হয়২৫ জুলাই ২০২৩যদি থাকে অস্বাভাবিকতাএকজন নারীর সুস্থতার জন্য নিয়মিত মাসিক হওয়া খুবই জরুরি। যদি মাসিকে অস্বাভাবিকতা দেখা দেয়, অস্বাভাবিকভাবে মাসিক বন্ধ থাকে কিংবা অনিয়মিত মাসিক হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারণটা খুঁজে বের করবেন। সে অনুযায়ীই হবে চিকিৎসা।
কারও মাসিক বন্ধ থাকার চিকিৎসার ক্ষেত্রে জীবনধারার পরিবর্তন গুরুত্বপূর্ণ। কারও প্রয়োজন হরমোন থেরাপি। অল্প কিছু ক্ষেত্রে সার্জারি বা শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।
আরও পড়ুনমেয়েকে মাসিক সম্পর্কে কীভাবে জানাবেন০৫ সেপ্টেম্বর ২০২৩