চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলার আসামিসহ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে চট্টগ্রাম মহানগর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলার আসামিসহ একাধিক মামলার আসামি রয়েছে। 

আরো পড়ুন:

ফেনীতে যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্ররা 

কর্ণফুলী উপজেলা যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বল গ আওয় ম ল গ গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

স্পিনে শক্তি বাড়াল ওয়েস্ট ইন্ডিজ

মিরপুরে গত পরশু সিরিজের প্রথম ওয়ানডেতে ১২ উইকেট নেন দুই দলের স্পিনাররা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডের আগে তাই স্পিনে শক্তি বাড়াল ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিন অলরাউন্ডার আকিল হোসেনকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর পাশাপাশি বাঁহাতি পেসার র‌্যামন সাইমন্ডসকেও যোগ করা হয়েছে ওয়ানডে দলে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন আকিল ও সাইমন্ডস। ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচের জন্য তাঁদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে শামার জোসেফ ও জেডাইয়া ব্লেডসের জায়গায়। ‘কাঁধে অস্বস্তিবোধ’ করায় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ২৬ বছর বয়সী পেসার জোসেফ। তাঁকে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও রাখা হয়েছিল। কিন্তু আজ এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ‘তাঁকে ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর সুপারিশ করা হয়েছে। সেখান থেকেই শুরু হবে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া।’

র‌্যামন সাইমন্ডসও ডাক পেয়েছেন ওয়ানডে দলে

সম্পর্কিত নিবন্ধ