ছ্যাঁকা খাওয়া পাবলিকদের কাছে এটা বাস্তব ঘটনা মনে হবে: বাপ্পারাজ
Published: 5th, February 2025 GMT
‘প্রেমের সমাধি ভেঙে’, ‘তুমি বন্ধু আমার চির সুখে থেকো’, ‘আমি তো একদিন চলে যাব’, ‘তোমরা সবাই থাকো সুখে’— বিরহ ঘরানার এসব গান আজও দর্শক হৃদয় ছুঁয়ে যায়। চলচ্চিত্রের জনপ্রিয় এই গানগুলোতে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। এসব গানে কষ্টের মাঝেও এক ফালি হাসি দিয়ে হাজারো দর্শকের হৃদয় জয় করেন এই নায়ক।
কয়েক দিন আগে ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে বাপ্পারাজকে বলতে শোনা যায়, “চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?” জবাবে আনোয়ার হোসেন বলেন, “হেনার বিয়ে হয়ে গেছে।” আনোয়ার হোসেন ও বাপ্পারাজের সংলাপগুলো এখন মানুষের মুখে মুখে। অন্য সবার মতো বিষয়টি বাপ্পারাজেরও নজর কেড়েছে। এ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন এই নায়ক।
রাইজিংবিডি: আপনার অভিনয় ও সংলাপ নিয়ে উন্মাদনায় মেতেছেন মানুষ। আপনার কেমন লাগছে?
বাপ্পারাজ: মজাই লাগছে। খারাপ কি? আমিও বুঝতে পারছি না ঘটনা কি! অসংখ্য ফোন কল পেয়েছি। কি বলব বলেন তো?
আরো পড়ুন:
জমি দখলের অভিযোগ নিয়ে মুখ খুললেন পপি
টলিউডে ফের অচলাবস্থা!
রাইজিংবিডি: দৃশ্যটি ভাইরাল হওয়ার পর নিশ্চয়ই ২৯ বছর পেছনে ফিরে গিয়েছেন?
বাপ্পারাজ: এ রকম ঠিক না। কিন্তু জিনিসটা মজার। যেখান থেকেই হোক না কেন জিনিসটা মজার। খারাপ না।
রাইজিংবিডি: ভাইরাল হওয়া দৃশ্যটির শুটিং কোথায় করেছিলেন?
বাপ্পারাজ: ‘প্রেমের সমাধি’ সিনেমার অধিকাংশ শুটিং সাভারে হয়েছে। তবে ভাইরাল হওয়া দৃশ্যটির শুটিং এফডিসিতে হয়েছিল। ‘প্রেমের সমাধি ভেঙে’ গানটির শুটিংয়ের সময় পরিচালক ইফতেখার জাহান বলেছিলেন, “গড়াগড়ি খেতে হবে।” শুরুতে রাজি হচ্ছিলাম না। শেষ পর্যন্ত গড়াগড়ি দিয়েছিলাম। ওই দৃশ্যও কিন্তু ভাইরাল।
রাইজিংবিডি: ভিডিও ভাইরাল হওয়ার পর পর্দার হেনার (শাবনাজ) সঙ্গে আপনার কথা হয়েছে?
বাপ্পারাজ: আমাদের একটা গ্রুপ আছে। ১৯-২০ তারিখের দিকে টাঙ্গাইলে আমাদের একটা অনুষ্ঠান হবে। সেখানে আমি যাব, হেনাও (শাবনাজ) থাকবে। সেখানে আমাদের দেখা হবে, তখন কথা হবে।
রাইজিংবিডি: প্রায় তিন দশক পর ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ কী বলে মনে করেন?
বাপ্পারাজ: ছ্যাঁকা খাওয়া পাবলিকদের জন্য এটা বাস্তব ঘটনাই মনে হবে। তারা নিজের সঙ্গে মিলিয়েছেন। যদিও এটাই স্বাভাবিক! অনেকের লাইফে এমন ঘটনা ঘটে, লাইন মারে হঠাৎ করে অন্য কোথাও বিয়ে হয়ে যায়। এমন ঘটনা অহরহ ঘটে। তাদের জীবনে এটা অনেক কষ্টের। আপনার জীবনে যেটা ঘটবে সেটা অন্যজনের মধ্যে দেখলে, অবশ্যই আপনার হৃদয়ে গেঁথে যাবে এটাই স্বাভাবিক। আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি অনেকটা এরকমই হয়েছে।
রাইজিংবিডি: আপনার সঙ্গে বিরহের ট্যাগ লেগে গেছে। এটাকে কীভাবে দেখেন?
বাপ্পারাজ: আমি কিন্তু বিরহের সিনেমা খুব বেশি করিনি। আমার অভিনীত বিরহের সিনেমাগুলো বেশি হিট করেছে। যার জন্য মনে হয়েছে আমার সব সিনেমাই বিরহের। আমি একশর মতো সিনেমায় অভিনয় করেছি। তার মধ্যে বিরহের সিনেমা ১০টি হবে। কিন্তু ওগুলোই হিট হয়েছে। বিষয়টি দর্শকদের কাছে এমন মনে হয়েছে যে, ওই ব্যাটা বাস্তব জীবনে এমনই। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি; একজন শিল্পীর জীবনে অনেক বড় পাওয়া। এত বছর পরও দর্শকরা আমার ডায়লগ মনে রেখেছেন। এগুলো সোশ্যাল মিডিয়ায় সবাই পোস্ট করছেন। কিন্তু কোনো বাজে মন্তব্য নেই।
রাইজিংবিডি: নিটোল প্রেম-বিরহরে সিনেমা এখন খুব বেশি দেখা যায় না। এর কারণ কী বলে মনে করেন?
বাপ্পারাজ: মানুষ আগে পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখতো; বর্তমানে মানুষের লাইফ এতটাই ফাস্ট হয়ে গেছে যে, কাজ নিয়েই অনেক ব্যস্ত। সিনেমা হলে পরিবার নিয়ে দুই ঘণ্টা কাটানো, রাস্তাঘাটের যা অবস্থা, তাতে এর সঙ্গে আরো দুই ঘণ্টা যোগ করতে হয়। সুতরাং সিনেমা দেখার চেয়ে চাইনিজে গিয়ে পরিবার নিয়ে খাওয়া সহজ। এখন পরিবার নিয়ে সিনেমা দেখব, এমন সিনেমার গল্প আর নেই। আমরা হাসলে দর্শক হাসতো, আমরা কাঁদলে দর্শক কাঁদতো। এখন আর ওই জিনিসটাও নেই।
রাইজিংবিডি: ওয়েব ফিল্মে প্রথমবার কাজ করেছেন। কাজের অভিজ্ঞতা জানতে চাই।
বাপ্পারাজ: এটা একটু আলাদা অভিজ্ঞতা। এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। ওয়েব ফিল্মে এটাই আমার প্রথম কাজ। আমার বয়সের সঙ্গে ম্যাচ করে এমন একটা চরিত্রে অভিনয় করেছি, মনে হয় খারাপ হবে না।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র পর ব র ন য় আপন র
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোট গঠনে সতর্ক থাকার পরামর্শ হেফাজত আমিরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের ক্ষেত্রে সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তা করা যাবে না, যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে বুজুর্গানে দ্বীন ও পূর্বপুরুষেরা আগেই সতর্ক করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন ২০২৫’–এ লিখিত বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এ কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজত আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অসুস্থ থাকায় তিনি কথা বলেননি। তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ।
ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো সিদ্ধান্ত না নিতে দলগুলোকে অনুরোধ জানিয়ে লিখিত বক্তব্যে হেফাজত আমির বলেন, সহিহ আকিদার সব ইসলামি দলকে এক হওয়ার জন্য আগেও তিনি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাঁর আহ্বানে সাড়া দেওয়ার মতো তেমন পরিবেশ এখনো তৈরি হয়নি। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, একদিকে যেমন ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলছে, অন্যদিকে তেমনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে বহু রকম চক্রান্ত লক্ষ করা যাচ্ছে। গণ–অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে এ রকম পরিস্থিতি সৃষ্টি হবে, তা তিনি কল্পনাও করেননি।
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে বাবুনগরী বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি দেশের স্বাধীনতার অখণ্ডতার জন্য এবং ধর্মীয় কৃষ্টির জন্য এক অশনিসংকেত। এ চুক্তির তীব্র নিন্দা জানিয়ে তা বাতিল করার দাবিও জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী। দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, সামনে কালো তুফান দেখা যাচ্ছে। কালো তুফানের সঙ্গে মোলাকাত নয়, মোকাবিলা করতে হবে। জনগণকে ওলামাদের নেতৃত্ব কবুল করতে হবে। তখনই তুফানকে মোকাবিলা করা সম্ভব হবে।
জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, যারা ফ্যাসিবাদী আমলে পাখা দিয়ে নৌকাকে বাতাস করেছে, তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না। জুলাই আন্দোলন ছিল ভোটের অধিকার বাস্তবায়নের জন্য। সামনে নির্বাচন। সেই নির্বাচন বানচালের পাঁয়তারা শুরু হয়েছে। সেই পাঁয়তারা রুখে দিতে হবে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইসলামের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলেমদের মতামত উপেক্ষা করলে হাসিনার মতো পরিণতি হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এ সময় আরও বক্তব্য দেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেম এবং ওলামারা।
১৫ দফা প্রস্তাবনা
সম্মেলনে জমিয়তে উলামায়ে বাংলাদেশের পক্ষ থেকে ১৫ দফা প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনা পাঠ করেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
১৫ দফার মধ্যে আছে—ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তি বাতিল করা, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করা, জাতীয় শিক্ষাব্যবস্থায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা এবং প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা; নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির মহড়া বন্ধ করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; বিতর্কিত নারী কমিশনের সুপারিশ বাতিল ও শরিয়ার সীমারেখার আলোকে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা।