‘সবাই চুপ, যা আছে বের করে দে’– বলেই দু’তিনজনকে মেরে একজনকে ছুরিকাঘাত করে চোখের পলকে বাসযাত্রীদের ফোন ও ওয়ালেট নিয়ে গেল ছিনতাইকারীরা।
গতকাল বুধবার সকালে উত্তরায় অফিসগামী মানুষের ভিড়ের মধ্যে প্রকাশ্যে এসব ঘটতে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা মুমু। তাঁর ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য পাওয়া গেছে। সেখানে তিনি ঘটনার বিবরণ তুলে ধরেন।
খোদ রাজধানীতে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। এর এক দিন আগে উত্তরায় সন্ত্রাসী ও বখাটেরা একজন নারী ও একজন পুরুষকে কুপিয়ে জখম করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নাফিসা মুমুর পোস্ট থেকে জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। প্রথমে রিকশায় যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তার কথা চিন্তা করে বাস বেছে নেন। কিন্তু বাসে ওঠার দুই মিনিট পর পরিস্থিতি বদলে যায়। বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ার পর আরও ৫-৬ জন যুবক সাধারণ যাত্রীর মতো ওঠে। হঠাৎ তারা ছুরি বের করে চিৎকার করে সব কিছু বের করে দিতে বলে। মুহূর্তের মধ্যে তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ওয়ালেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। দুই মিনিটের মধ্যে ছিনতাইকারীরা তাদের কাজ সেরে দ্রুত বাস থেকে নেমে যায়।
পরে যোগাযোগ করা হলে সমকালকে তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে স্নাতক পাস করেছেন তিনি। মাঝে কিছু দিন একটি বেসরকারি টেলিভিশনে শিক্ষানবিশি করেছেন। উত্তরায় এক আত্মীয়র বাসায় থাকেন। গতকাল একটি অফিসে কিছু কাগজপত্র জমা দিতে যাচ্ছিলেন। হাউস বিল্ডিং এলাকায় আসার পর ২২-২৩ বছরের একটি ছেলে তার গা ঘেষে দাঁড়ায়। তাকে সরে দাঁড়াতে বলেন। ছেলেটির চাহনি ও চেহারা দেখে নেশাগ্রস্ত মনে হয়। তিনি তখন অজানা আশঙ্কায় ফোনটা কটির ভেতর লুকিয়ে রাখেন। এর পর খুব দ্রুত বাসে ওই ঘটনা ঘটে। তিনি তখন চালকের পেছনের দিকে সিটে ছিলেন। যখন ওরা ছুরি বের করছিল, তখন কেউ ভয়ে কথা বলেনি। তাঁর ফোন চাইলে তিনি বলেন– ‘ফোন নেই, হারিয়ে ফেলেছি।’ এর পর ওরা কোনো জোরাজুরি করেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশকে জানাইনি। অন্য কেউ জানিয়েছে কিনা বলতে পারছি না।’
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আহমেদ আলী সমকালকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় এসে কোনো ভুক্তভোগী অভিযোগ করেনি। এ ছাড়া বিভিন্ন সূত্রে ঘটনা জানার পর সেখানে ফোর্স পাঠানো হয়।
এ বিষয়ে ঢাকার উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, ‘এটা গণছিনতাই কিনা তা এখনও নিশ্চিত নই। শোনার পর ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও ভুক্তভোগী কাউকে পাওয়া যায়নি। এ ছাড়া কেউ থানায় এসে অভিযোগ দেয়নি এবং ফেসবুকে পোস্ট দেওয়া ব্যক্তিকেও শনাক্ত করতে পারিনি। ভুক্তভোগী নারীকে পেলে সব তথ্য জানা যাবে।’
ভিক্টর পরিবহন বাসের মালিক ও চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘বাসের কোনো তথ্য পাইনি। এ ছাড়া ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এমন কিছু পাওয়া যায়নি।’
এর আগে ১৪ ফেব্রুয়ারি সাভারের যাত্রীবাহী বাসে ছিনতাই হয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত ৩ জন আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
বাসের একাধিক যাত্রী জানান, মানিকগঞ্জ থেকে গাবতলীগামী বাসটি সাভারের পুলিশ টাউন এলাকায় থামলে চাকু হাতে দু’জন ওঠে। তারা যাত্রীদের মোবাইল ফোন, ম্যানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা কয়েকজন নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে যাত্রীদের কয়েকজন তাদের বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা কয়েকজন যাত্রীকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায় বলে জানান কয়েকজন যাত্রী।
এদিকে ২০ ডিসেম্বর সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। বাধা দিতে গিয়ে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হন। সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত মো.
এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইলে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও দুইজন নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে বাসটির চালক বাবলু, সুপারভাইজার মাহাবুব আলম ও সহকারী সুমন ইসলামকে আটক করেছিল নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপির শ্রমিক সমাবেশ শুরু
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির শ্রমিক সমাবেশ। মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতকর্মী উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত শুরু করেন।
এর আগে দুপুর ১২টা থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন।
দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি।
সমাবেশ স্থলে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার, মাথায় নানা রঙের ক্যাপ, দলীয় টি-শার্ট পরে নয়পল্টনে আসছেন। জায়গায় জায়গায় চলছে স্লোগান, দলীয় সংগীত আর ঢাক-ঢোলের বাদ্য।
সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।
টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পতনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এতো বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট প্রথম বাধাহীন সমাবেশ করে বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় ছিল উচ্ছ্বল নেতাকর্মীদের ভিড়।
ঢাকা/এএএম/ইভা