নারীর প্রতি সহিংসতা নিয়মে পরিণত হয়েছে: মহিলা পরিষদ
Published: 6th, March 2025 GMT
নানা অজুহাতে নারীকে হেনস্তা করা এবং নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়মে পরিণত হয়েছে বলে উল্লেখ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সামাজিকভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্তার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ ও শাহবাগ থানায় মামলা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, নানা অজুহাতে নারীকে হেনস্তা ও নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়মে পরিণত হয়েছে। পাশাপাশি গণপরিসরে নারীর নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এসব ঘটনা নারীর মর্যাদা, নিরাপত্তা, স্বাধীন চলাচল ও ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চৌধুরীবাড়ি ব্যবসায়ী নির্বাচনে ব্যাডমিন্টন মার্কায় গনসংযোগে এগিয়ে মেরাজ
সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে ব্যাডমিন্টন প্রতীকে নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন আল মেরাজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মেরাজ গাজী।
মেরাজ দীর্ঘ ১৮ বছর যাবত চৌধুরীবাড়ি মার্কেটে ব্যবসা করে যাচ্ছেন। এরমধ্যে বিগত সময়ে কোনো প্রকার ঝুট-ঝামেলা ছাড়া নিজেকে গুছিয়ে সকলের সঙ্গে নম্র আচরণ ও হাসি মুখে ভদ্রতা বজায় রেখে ব্যবসা করেন মেরাজ।
গণসংযোগ কালে ব্যবসায়ী রনি জানান মেরাজ একজন সৎ ও ভদ্র মানুষ হিসেবে ব্যবসায়ীদের কাছে পরিচিত।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে গণসংযোগ কালে ভোটারদের কাছে গেলে তারা বলেন আমরা যদি নির্বাচনের মাধ্যমে ভালো মানুষকে জয়ের মালা পরিয়ে দেই তার মধ্যে মেরাজ হবে একজন।
এদিকে মেরাজ গণসংযোগ শেষে বলেন আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণের মধ্যদিয়ে ব্যবসায়ী ভাইয়েরা তাদের যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন।
এসময় তিনি আরো বলেন আমাকে যোগ্য মনে হলে আপনাদের দোয়া ও মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয় করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন ।