মাগুরার সেই শিশুটি হেরে যেতে পারে না...
Published: 9th, March 2025 GMT
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বেশ আলোচনা চলছে। চুরি, ডাকাতি, ছিনতাই ও প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি নিয়েও অনেক কথা হচ্ছে। রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতও প্রকট হচ্ছে। দ্রুতই দৃশ্যপট পরিবর্তন হতে দেখছি আমরা।
এর মধ্যে একটা বিষয় খুব গভীরভাবে পুরো সমাজকে নাড়া দিয়েছে। যে বিষয়টা হয়তো আমাদের সমাজের অস্তিত্বের ওপর একধরনের কালো ছায়া ফেলছে।
নারীর ওপর নিপীড়ন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার প্রভাব ভবিষ্যতে আমাদের সমাজকে কোথায় নিয়ে দাঁড় করাবে, এটি নিয়ে বোধকরি ভাবার সময় এসেছে।
নিপীড়ককে থানা-হাজত থেকে ছাড়িয়ে নিতে যে নাটক মঞ্চস্থ হয়েছে। এরপর সেই নিপীড়ককে গলায় মালা ও মাথায় পাগড়ি পরিয়ে যেভাবে হিরো বানানোর চেষ্টা করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা মাগুরার ঘটনা জানতে পেরেছি।
আট বছরের বাচ্চা মেয়েটি, যে কিনা এখনো নারী-ই হয়ে উঠতে পারেনি। সেই বাচ্চা মেয়েটি বড় বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। এতটুকু একটা বাচ্চা মেয়ে ধর্ষণের (বোনের শ্বশুর ও জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে) শিকার হয়েছে।
হাসপাতালের স্ট্রেচারে অর্ধমৃত মেয়েটির ছটফট করার দৃশ্য দেখে মনে হচ্ছিল, মেয়েটি ছটফট করছে, নাকি বাংলাদেশ নামের এই জনপদের পুরো সমাজ হাসপাতালের স্ট্রেচারে অর্ধমৃত হয়ে মৃত্যুর অপেক্ষায় রয়েছে!
নারীর ওপর ধর্ষণ ও নির্যাতন কেন সমাজে এত বেড়ে গিয়েছে? এর কারণ কিন্তু খুব সহজেই ব্যাখ্যা করা সম্ভব। জ্বলন্ত উদাহরণ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ওই ঘটনা। যে সমাজে নিপীড়ককে শাস্তি না দিয়ে উল্টো পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়। ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয়। সেই সমাজে নারী কি আদৌ নিরাপদ?
এই ঘটনার পর ধর্ষক হিসেবে বাবা এবং ছেলের নাম বারবার আসছে। তবে ভুলে গেলে চলবে না, শিশুটির মা ও বোন নিজ মুখে বলেছে, ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শাশুড়িরও হাত ছিল কিংবা সম্মতি ছিল। তাই যথাযথ তদন্ত করে ওই নারীকেও শাস্তির আওতায় আনতে হবে।মাগুরার শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কেবল বর্বরতার নিদর্শন নয়, এটি মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। মানুষ নামের কিছু পশু যখন এমন কাণ্ড ঘটায়; তখন পুরো সমাজের উচিত লজ্জা পাওয়া। প্রশ্ন করা, আমরা কোন পথে এগোচ্ছি? সভ্যতা থেকে আমরা কত হাজার মাইল দূরে দাঁড়িয়ে?
এটি কেবল একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া অপরাধ নয়, এটি আমাদের পুরো সমাজের অস্তিত্বের ওপর আঘাত। এমন সমাজে কোনো সভ্য মানুষের পক্ষে কি বসবাস করা সম্ভব? যারা এমন কাণ্ড ঘটায়, তারা তো সমাজে বসবাসের অযোগ্য। অথচ আমরা কী দেখতে পাই?
অপরাধীরা উল্টো বুক ফুলিয়ে চলাফেরা করে। আইনের ফাঁকফোকর গলিয়ে ঠিকই বের হয়ে যায়। আর কন্যা শিশু ও নারীরা হয় মরে কিংবা বেঁচে থেকে হাজারবার মৃত্যুকে আলিঙ্গন করে। নৈতিকতা, মূল্যবোধ বিষয়গুলো বোধকরি সমাজ থেকে খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে। অপরাধীরা ক্যানসারের মতো ছড়িয়ে পড়ছে সমাজের সব স্তরে। এদের কেউ চুরি-ডাকাতি করছে। কেউ ছিনতাই করছে। কেউ ধর্ষণের সঙ্গে জড়িয়ে পড়ছে।
এত সব অপরাধ চারদিকে ঘটেই চলেছে। অথচ দেখেও যেন দেখার কেউ নেই। তাহলে কী ক্যানসারের মতো এসব অপরাধ ক্রমে ছড়িয়ে পড়তেই থাকবে? এই সমাজে কি আমাদের মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারবেন না?
এসব অপরাধীর বিরুদ্ধে যদি অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করা না যায়। তাহলে এমন ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। তাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা খুব দ্রুত করতে হবে। ঘটনার রেশ থাকতে থাকতেই ব্যবস্থা নিতে হবে।
এই ঘটনার পর ধর্ষক হিসেবে বাবা এবং ছেলের নাম বারবার আসছে। তবে ভুলে গেলে চলবে না, শিশুটির মা ও বোন নিজ মুখে বলেছে, ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শাশুড়িরও হাত ছিল কিংবা সম্মতি ছিল। তাই যথাযথ তদন্ত করে ওই নারীকেও শাস্তির আওতায় আনতে হবে।
সরকারের উচিত ও দায়িত্ব এই ঘটনার দ্রুত বিচার করা। এসব ঘটনার যদি বিচার না হয়, তবে আমাদের মেয়েরা হেরে যাবে। হেরে যাবে পুরো সমাজ। যেই নারীরা একাত্তরে এই দেশের মুক্তির সংগ্রামে শামিল হয়েছিলেন। যে নারীরা চব্বিশের স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমে এসেছিলেন। সেই নারীরা যদি হেরে যান, তাহলে হেরে যাবে পুরো সমাজ। সমাজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
দেশের আপামর জনগণকে এ লড়াইয়ে শামিল হতে হবে। আমাদের মেয়েরা হারবে না। কারণ, আমাদের মেয়েরা হেরে গেলে, হেরে যাবে বাংলাদেশ।
আমিনুল ইসলাম জ্যেষ্ঠ প্রভাষক, এস্তোনিয়ান এন্ট্রাপ্রেনিউরশিপ ইউনিভার্সিটি
[email protected]
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র ম ব যবস থ ই ঘটন র অপর ধ র ওপর
এছাড়াও পড়ুন:
শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন টাইগার শার্ক মহড়া। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসঙ্গে চিকিৎসা প্রশিক্ষণ, টহল, লক্ষ্যভেদ অনুশীলন, সাঁতার, ডুবসাঁতার এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাটসহ বিভিন্ন সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ট্রেসি জ্যাকবসন বলেন, ‘এই যৌথ সামরিক মহড়া নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বেরও প্রতীক।’
কৌশলগত প্রশিক্ষণের পাশাপাশি টাইগার শার্কে অন্তর্ভুক্ত ছিল বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের বিনিময়, যৌথ পরিকল্পনা সেশন এবং কৃত্রিম অনুশীলন পরিবেশে প্রশিক্ষণ। এসব কার্যক্রম ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কৌশল গঠনে সহায়তা করা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম ও বৃহত্তম যুদ্ধ কমান্ড, যা ভারত-প্রশান্ত মহাসাগরের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকি করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অংশীদারদের সঙ্গে কাজ করে।