জোড়া ভূমিকম্পের পরে কয়েক ঘণ্টা কেটে গেলেও মিয়ানমারের ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিস্থিতি নিয়ে সরকারি কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। তবে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মান্দালয় শহরজুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ পাওয়া যাচ্ছে।

স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের মান্দালয়ে রিখটার স্কেলে প্রথম দফায় ভূমিকম্প হয়। এর ১২ মিনিট পরে হয় আফটার শক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জোড়া কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪। 

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মান্দালয়ে একটি মসজিদ ধসে অন্তত ২০ জন নিহত হয়েছে। 

ফেসবুকে প্রকাশিত ভিডিও এবং ছবি অনুসারে, মান্দালয়ে ভূমিকম্পে পুরোনো রাজপ্রাসাদ এবং ভবনগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দালয়ের দক্ষিণ-পশ্চিমে সাগাইং অঞ্চলে, ৯০ বছরের পুরনো একটি সেতু ভেঙে পড়েছে। ইয়াঙ্গুনের সঙ্গে সংযোগকারী মহাসড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপিদোতে ভূমিকম্পে ধর্মীয় উপাসনালয়গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু অংশ মাটিতে পড়ে গেছে এবং কিছু বাড়িঘর ভেঙে পড়েছে।

বিবিসি জানিয়েছে, আফটার শক আশঙ্কায় মান্দালয়ের অনেক বাসিন্দা এখনো বাড়িতে ফিরে আসেননি। কেউ কেউ এখনো রাস্তায় অবস্থান করছেন। শহরের বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপনের গাড়ি এবং অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, শহরজুড়ে প্রায় একটানা জরুরি যানবাহনের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।
 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প

এছাড়াও পড়ুন:

৫ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির কর্তৃপক্ষ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের ব্যবসা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে।

কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, এমজেএল বিডি, হাক্কানী পাল্প, মেঘনা পেট্রোলিয়াম এবং রহিমা ফুড।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে আগামী ৮ নভেম্বর হাক্কানী পাল্প, ৯ নভেম্বর মেঘনা পেট্রোলিয়াম, ১০ নভেম্বর এনভয় টেক্সটাইল ও এমজেএল বিডি এবং ১১ নভেম্বর রহিমা ফুডের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ