নবীযুগের ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শনগুলোর মধ্যে মসজিদে গামামা অন্যতম। এই মসজিদের নামকরণের পেছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা।
আরবি শব্দ ‘গামামাহ’ অর্থ মেঘমালা। মদিনায় একবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল না। তখন মহানবী মুহাম্মদ (সা.) এই স্থানে খোলা চত্বরে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় করেন, যাকে ইসলামে বলে ‘ইসতিসকা নামাজ’। নামাজের পর প্রচুর বৃষ্টিপাত হয়। এই অলৌকিক ঘটনার স্মরণে এই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়, যার নামকরণ হয় মসজিদে গামামা।
মসজিদে গামামা মদিনার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার স্থান হিসেবে পরিচিত। মহানবী (সা.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: মসজ দ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ–ভারত: মোরছালিনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ
দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
বিস্তারিত আসছে
ঢাকা/এসবি