সংস্কারের কথা প্রথম বলেছে বিএনপি: নওশাদ জমির
Published: 3rd, May 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, “সংস্কারের কথা প্রথম বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাষ্ট্র মেরামতের যে কথাগুলো সেগুলো ২০১৪ সালে বেগম খালেদা জিয়া বলেছেন। ২০১৮ সালে আমাদের নির্বাচনী ইস্তেহারেও তা ছিল। বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার আটকে থাকবে না, বরং আরো সামনের দিকে এগিয়ে যাবে।”
শনিবার (৩ মে) বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে প্রথম অধিবেশনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওশাদ জমির বলেন, “নির্বাচনের কথা বললেই আমাদের দোষ দেওয়া হয়। অথচ একটি চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন ঘোষণা করেন, যাতে সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারেন। বিএনপি শুরু থেকেই নির্বাচনমুখী দল, গণতন্ত্রের দল।”
আরো পড়ুন:
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
জনগণের অনুমতি ছাড়া করিডোর নয়: টুকু
তিনি আরো বলেন, “বিএনপির অগ্রযাত্রাকে, বাংলাদেশের অগ্রযাত্রাকে একটা ফ্যাসিস্ট দল বারবার পিছিয়ে দিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ ফ্যাসিস্টদের আর জায়গা দেবে না। এটাই আমাদের প্রত্যয়।”
বিএনপির এই নেতা বলেন, “১৯৭৫ সালে অভ্যুত্থান না হলে এক থেকে দেড় বছরের মধ্যেই দেশের জনগণ মাঠে নেমে তৎকালীন সরকারকে দেশ ছাড়া করত। ২০২৪ সালে একই ঘটনা ঘটেছে। সারা পৃথিবীতে সব বিপ্লবকে সাধারণ জনতা সাফল করেছেন। ২০২৪-এর বিপ্লবও কারো একার নয়। আমরা ২০২৪-এর বিপ্লবে শহীদ এবং আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি।”
এসময় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/নাঈম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র
এছাড়াও পড়ুন:
প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচ
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান এবং ভাইস-চেয়ারম্যান মারুফ সাত্তার আলী পুনর্নির্বাচিত হয়েছেন।
রবিবার (৩ আগস্ট) পরিচালনা পরিষদের ১৪১তম সভায় তাদের নির্বাচিত করা হয়। প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সবার সম্মতিতে অনুমোদিত হয়। এ সময় কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করে ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এ সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান, কিশোয়ার আমিন এফসিএ, অডিটর এ কেএম আমিনুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানি সচিব মোহাম্মদ মোতাহের হোসেনসহ শেয়ার হোল্ডাররা।
ঢাকা/রাজীব